বাড়ি থেকে বের করে দিয়েছিল ছোট ছেলে। বাড়ির
সামনেই রাস্তায় বসে দিন কাটছিল বৃদ্ধার। ন্যায়বিচার পেতে থানার দ্বারস্থ হলেও পুলিশ
কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। অবশেষে সংবাদমাধ্যম যেতেই তিনদিন পর তৎপর হল পুলিশ।
লুদগি হেমব্রম নামে ওই বৃদ্ধাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের লোকেদের
সতর্ক করে দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেই। বালুরঘাট থানার ডাঙা গ্রাম পঞ্চায়েতের
ফরেস্ট ইটভাটা সংলগ্ন পাড়ার এই ঘটনা ঘিরে এদিন এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, তিনদিন আগে লুদগি হেমব্রম নামে
ওই বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয় ছোট ছেলে কাটিম সোরেন। আশ্রয় হারিয়ে বাড়ির সামনের
রাস্তায় খোলা আকাশের নিচে আশ্রয় নেন ওই বৃদ্ধা। পাড়া-প্রতিবেশীরাই তিন দিন ধরে বৃদ্ধাকে
দুবেলা খাবার দেন। বৃদ্ধা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া
হয়নি বলে অভিযোগ। মঙ্গলবার ফের বালুরঘাট থানায় যান ওই বৃদ্ধা। সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও
জানতে পেরে খোঁজখবর শুরু করেন। আর সেই খবর পুলিশ মহলে পৌঁছয়। খবর পেতেই তৎপর হয় পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসা হয়। সতর্ক করে আসার পাশাপাশি পরিবারের
সকলকে এও জানিয়ে দেওয়া হয়, নিয়মিত ওই বৃদ্ধার খোঁজ-খবর রাখা হবে।
যদিও ছোট ছেলে কাটিমকে ঘটনাস্থলে পাওয়া যায়নি
এদিন। বৃদ্ধা লুদগি হেমব্রম জানান, তাঁর বাড়িতেই থাকে ছোট ছেলে। কারণে-অকারণে তাঁকে
মানসিক অত্যাচার করে। তিন দিন আগে বাড়ি থেকে বের করে দেয়। তাঁর বক্তব্য, “পরিবারের
সঙ্গে থাকতে চাই। শুধু দুবেলা-দুমুঠো খাবার ছাড়া আর কিছুই চাই না।”
সৌজন্য – সংবাদ প্রতিদিন, রাজা দাস, ২১/০৩/২০১৮।
No comments:
Post a Comment