বাবা সাহেব আম্বেদকরকে অসন্মানের অভিযোগে ক্রিকেটার
হার্দিক পাণ্ড্যর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ
দিল জোধপুরের আদালত।
ভারতীয় সংবিধান রচয়িতা ডাঃ বি আর অম্বেডকরকে
নিয়ে টুইট ঘিরে বেকায়দায় ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। জোধপুরের একটি আদালত তাঁর বিরুদ্ধে
এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে পুলিশকে। রাজস্থানের এক আইনজীবী ডি আর মেঘওয়ালের
আবেদনের ভিত্তিতেই বুধবার ওই নির্দেশ জারি করেছে আদালত। জালোর জেলার রাষ্ট্রীয় ভীম
সেনার সদস্য মেঘওয়ালের দাবি, ওই পোস্টের বক্তব্য মোটেও সংবেদনশীল নয়। এবং তাতে অম্বেডকরকে
অসম্মান করেছেন হার্দিক।
মঙ্গলবার হার্দিকের বিরুদ্ধে জোধপুরের তফসিলি
জাতি ও উপজাতি বিশেষ আদালতে মামলা রুজু করেন তিনি। তবে যে টুইট ঘিরে এত কাণ্ড, তা হার্দিকের
অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে কোনও দিন পোস্টই করা হয়নি। বরং হার্দিক পাণ্ড্যর নামে
খোলা একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে তা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ নিয়ে
মুখ খোলেননি হার্দিক।
কী ছিল ওই টুইটে?
সেখানে লেখা ছিল, “কোন অম্বেডকর??? যিনি ভুল
সংবিধান এবং আইন রচনা করেছিলেন, নাকি যিনি সংরক্ষণের মতো রোগ দেশে ছড়িয়েছিলেন?” মেঘওয়ালের
দাবি, “গত জানুয়ারিতে সোশ্যাল মিডিয়া মারফত পাণ্ড্যর ওই উক্তির কথা জানতে পারি।” তাঁর
অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে সংবিধান তথা সংবিধান প্রণেতা অম্বেডকরকে অসম্মান করেছেন পাণ্ড্য।
সৌজন্য – আনন্দবাজার পত্রিকা, ২২/০৩/২০১৮।
No comments:
Post a Comment