Thursday, February 1, 2018

মোহনবাগান সমর্থকদের উদ্যোগে জঙ্গলমহলে আদিবাসী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা।



শুধু ক্লাব আর ফুটবলপ্রীতির মধ্যেই নিজেদের আটকে রাখতে চায় না ‘আমরাই মোহনবাগান পরিবার’। জঙ্গলমহলের শিশুদের পাশে দাঁড়াতে সদাই তৎপর এই মোহনবাগান ফ্যান ক্লাব। দুর্গাপুজোর সময় আদিবাসী শিশুদের সঙ্গে সময় কাটিয়ে, তাদের হাতে পোশাক তুলে দিয়েছিলেন ক্লাবের সদস্যরা। এবার তাঁরা সক্রিয় হলেন বড়ো দিন ও বর্ষশেষের উদ্‌যাপনটা তাঁদের সঙ্গে করতে।
গত মঙ্গলবার (২৬ শে ডিসেম্বর, ২০১৭) পশ্চিম মেদিনীপুরের শালবনির বরজু আদিবাসী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আদিবাসী শিশুদের নিয়ে আয়োজন করা হয় এক ক্রীড়া প্রতিযোগিতার। প্রায় ১২০ জন কচিকাঁচা অংশ নেয় এই প্রতিযোগিতায়। আয়োজনের অন্যতম সঙ্গী ছিল স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতি। প্রতিযোগিতায় জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ছাড়াও ছোটোদের হাতে তুলে তেওয়া হয় সান্তা ক্যাপ, চকোলেট, কম্বল,স্কুল টিফিন বক্স, ওয়াটার বোতল।
‘আমরাই মোহনবাগান পরিবার’-এর অন্যতম সদস্য সৌগত ঘোষ জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ তাঁরা ভবিষ্যতেও নেবেন।
সৌজন্য – খবর অনলাইন, ২৮/১২/২০১৭।

No comments:

Post a Comment