Thursday, February 22, 2018

দক্ষিন দিনাজপুরের কুশমন্ডিতে আদিবাসী তরুণীর শরীরে নৃশংস তাণ্ডব দুষ্কৃতীদের।


দিল্লির নির্ভয়ার মতোই নির্যাতনের শিকার হলেন দক্ষিণ দিনাজপুরের এক আদিবাসী তরুণী৷ শুধু ধর্ষণ করেই ছেড়ে দেয়নি দুষ্কৃতীরা, কার্যত তাঁর যৌনাঙ্গ ছিঁড়েখুঁড়ে নিয়েছে৷ নির্ভয়ার মতোই ধাতব কোনও বস্তু ওই আদিবাসী তরুণীর যৌনাঙ্গে ঢুকিয়ে অত্যাচার করেছে একদল দুষ্কৃতী৷ তাতে ওই তরুণীর অন্ত্রনালি বেরিয়ে পড়েছিল যৌনাঙ্গ দিয়ে৷ চিকিৎসকরা অপারেশন করে সেই নালি কেটে বাদ দিলেও আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছেন তিনি৷ গত ২৪ ঘণ্টায় দুবার অপারেশনের পর তিনি মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ মালদহ মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপার অমিত দাঁ ওই তরুণীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ মেডিক্যাল সুপার বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে বটে, কিন্তু মহিলার শারীরিক অবস্থা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না৷
সোমবার রাত পর্যন্ত তরুণীর সংজ্ঞা ফেরেনি৷ রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানা এলাকা থেকে তাঁকে অচেতন অবস্থাতেই উদ্ধার করেন স্থানীয় কিছু বাসিন্দা৷ রাতেই তাঁকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ ওই ঘটনায় জড়িত কাউকে ঘটনার ২৪ ঘণ্টা পরেও ধরতে পারেনি পুলিশ৷ রামপ্রসাদ শর্মা নামে একজনকে শুধু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ ক্ষুব্ধ আদিবাসী সংগঠনগুলি দোষীদের গ্রেন্তারের দাবিতে সোচ্চার হয়েছে৷
কয়েক মাস আগে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তিন তরুণীর শ্লীলতাহানির ঘটনায় আদিবাসীদের বিক্ষোভ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল৷ অবস্থা সামলাতে রাজ্যের তিন মন্ত্রীকে ছুটে যেতে হয়েছিল সেখানে৷ একদিন পরেই দক্ষিণ দিনাজপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা না-বুঝে মন্তব্য এড়াচ্ছেন পুলিশের ছোট-বড় সব কর্তাই৷ দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় ফোন ধরেননি৷ হোয়াটস্অ্যাপ মেসেজের জবাব দেননি৷ যদিও কুশমণ্ডির ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে৷ তারা কোনও মন্তব্য না করলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ৮ জন জড়িত৷ এলাকায় শিবরাত্রি উপলক্ষে আয়োজিত একটি মেলা থেকে ওই তরুণীকে তুলে নিয়ে যায় তারা৷ নির্যাতন করে একটি সেতুর তলায় ফেলে রেখে যায়৷ তরুণীর এক আত্মীয়কে সঙ্গে নিয়ে পুলিশ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে যৌনাঙ্গের ক্ষত দেখে শিউরে ওঠেন চিকিৎসক-নার্সরা৷
হাসপাতাল সূত্রে খবর, যৌনাঙ্গ দিয়ে প্রায় দুমিটার লম্বা অন্ত্রনালি বাইরে বেরিয়ে ছিল৷ ধাতব ও শক্ত কিছু দিয়ে আঘাতের ক্ষত ছিল যৌনাঙ্গের ভিতরেই৷ তাতেই চিকিৎসকরা প্রাথমিক ভাবে নিশ্চিত যে গণধর্ষণ ছাড়াও ধাতব কিছু যৌনাঙ্গে ঢুকিয়ে তরুণীকে অত্যাচার করেছে দুষ্কৃতীরা৷ রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের শল্য চিকিৎসক সঞ্জয় শেঠ বলেন, ‘অপারেশন করে অন্ত্রনালি টি বাদ দেওয়া হয়েছে৷ তা না হলে তাতে পচন ধরে যেত৷ দেখেই বোঝা যাচ্ছিল যে তরুণীর যৌনাঙ্গে নৃশংস অত্যাচার করা হয়েছে৷উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশচন্দ্র মৃধা বলেন, ‘তরুণীর শারীরিক অবস্থা বিচার করে তাঁকে আমরা মালদহ মেডিক্যাল কলেজে পাঠিয়েছি৷মালদহে তরুণীর যৌনাঙ্গে দ্বিতীয় বার অপারেশন করেন ডাক্তাররা৷ পরে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়৷
বছর তিরিশের নির্যাতিতার বাবা-মা বছর ১৫ আগে মারা গিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ মাঝে তাঁর বিয়েও হয়েছিল বিহারে৷ কিন্তু মানসিক অসুস্থতার কারণে শ্বশুরবাড়ি ফিরিয়ে দিলে তিনি একাই থাকতেন৷ প্রতিবেশী ও আত্মীয়রা তাঁর দেখাশোনা করতেন৷
আদিবাসী সংগঠনগুলি এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হতে শুরু করেছে৷ আদিবাসী কল্যাণ মঞ্চের সভাপতি বুধন হেমব্রম বলেন, ‘মহিলার চিকিৎসার দায়িত্ব নিতে হবে সরকারকে৷ দোষীদের খুঁজে বের করে গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি আমরা৷সেভ ডেমোক্র্যাসির সম্পাদক চঞ্চল চক্রবর্তীর অভিযোগ, গত এক বছরে অন্তত ২৩ জন আদিবাসী কিশোরী বা মহিলা ধর্ষণের শিকার হলেন৷ ৬ জনকে খুনও করা হয়েছে৷ বেশ কয়েকটি ক্ষেত্রে কেউ গ্রেফতার পর্যন্ত হয়নি৷
সৌজন্য - এই সময়, ২০/০২/২০১৮।

No comments:

Post a Comment