মাওবাদী
সন্দেহে অন্ধ্রপ্রদেশে পুলিশের গুলিতে দুই আদিবাসী কৃষকের মৃত্যু, ক্ষুব্ধ জাতীয়
আদিবাসী কমিশনের নোটিশ অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান সচিব ও পুলিশের ডিজি কে।
গত
১৫ ই মার্চ ২০১৯ অন্ধ্রপ্রদেশের বুরাদামামিডি গ্রামে সন্দেহভাজন মাওবাদীদের গ্রেফতার
করতে অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশ ও সিআরপিএফ এর যৌথ বাহিনী। স্থানীয় আদিবাসী
সংগঠন ‘আদিবাসী রিজার্ভেশেন পরিরক্ষনা পোরাতা সমিতি (Adivasi Reservation
Parirakshana Porata Samithi)’ এর অভিযোগ এই অভিযানে অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশ ও সিআরপিএফ
এর যৌথ বাহিনী মাওবাদী সন্দেহে দুই আদিবাসীকে গুলি করে হত্যা করে, যারা আদতে মাওবাদী
নয়, নেহাতেই সাধারণ আদিবাসী কৃষক। নিহত দুই আদিবাসী হলেন বাট্টি ভূষণ (৫২ বছর) ও সিধারী
জমাধার (৩০ বছর)। যদিও যৌথ বাহিনীর দাবী নিহত দুই জন মাওবাদী দলের সঙ্গে যুক্ত ছিলেন
এবং আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে যৌথ বাহিনী যার জেরে মৃত্যু হয়েছে দুই জনের। অন্য
দিকে আদিবাসী সংগঠনের দাবী যে তাঁরা লক্ষ্য করেছেন যে গুলি একতরফা ভাবে চলেছে।
আদিবাসী
সংগঠন এই বিষয়টি নিয়ে জাতীয় আদিবাসী কমিশন (National Commission for Scheduled
Tribe) এর দ্বারস্ত হয় ও সমস্ত ঘটনার তদন্ত সিবিআই এর হাতে তুলে
দেবার দাবী জানিয়েছে। জাতীয় আদিবাসী কমিশন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান সচিব ও
পুলিশের ডাইরেক্টর জেনারেল কে নোটিশ পাঠিয়ে বিস্তারিত জানতে চেয়েছে। সমস্ত বিষয় ও
কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা ৩০ দিনের মধ্যে জাতীয় আদিবাসী কমিশনকে জানাতে
নির্দেশ জানানো হয়েছে, অন্যথা আইনি ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় আদিবাসী কমিশন।
সংবাদ সৌজন্য
– thenewsminute,
May 04, 2019।
No comments:
Post a Comment