আদিবাসী নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ধৃত কেন্দ্রীয়
বাহিনীর জওয়ানের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রঘুনাথপুর মহকুমা আদালত।
বিএসএফএর এএসআই পদে কর্মরত রাজবীর সিং নামে ওই জওয়ানের বাড়ি রাজস্থানে। জওয়ানের এই
কাজে এলাকায় নিন্দার ঝড় উঠেছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, যাদের
উপর সুরক্ষার দায়িত্ব রয়েছে, তারাই যদি মেয়েদের প্রতি এমন
ব্যবহার করে তাহলে মানুষ কার উপর ভরসা রাখবে। এনিয়ে নানা মহলে গুঞ্জন উঠছে।
উল্লেখ্য, রবিবার ষষ্ঠ দফার নির্বাচনে রঘুনাথপুর
মহকুমার কাশীপুর ব্লকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেখানে রাজবীর সিং নামে
ওই জওয়ানকে রিজার্ভে রাখা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, রিজার্ভে
থাকার কারণে ওই জওয়ান কাশীপুরের আগরডি-চিত্রা পঞ্চায়েতের ভাটিন এলাকার জঙ্গলে একা
মদ খেতে যায়। সেই সময় জঙ্গলে এক আদিবাসী নাবালিকাকে একা পেয়ে তার শ্লীলতাহানি করে
বলে অভিযোগ। সেই সময় নাবালিকাটি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে
মেয়েটিকে উদ্ধার করে। বাসিন্দাদের দেখে ওই জওয়ান পালিয়ে যায়। ওই রাতেই এনিয়ে
নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। সোমবার ওই জওয়ান ভোটের ডিউটি
করতে পুরুলিয়া ছেড়ে কলকাতা ও শহরতলি এলাকায় যাচ্ছিল। তখনই অভিযোগের ভিত্তিতে
পুলিস রাজবীরকে গ্রেপ্তার করে।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের এই কাজে সকলে হতবাক। বিষয়টি
নিয়ে কাশীপুর ব্লকের যুব তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সদস্য সৌমেন বেলথরিয়া বলেন, ভোটে
যারা সাধারণ মানুষকে অভয় দান করতে এসেছে, তারাই এমন বিচিত্র
ঘটনা ঘটাচ্ছে। কোথাও বুথে লাঠি চার্জ, কোথাও ঝামেলা করা,
কোথাও গুলি, এবার আবার শ্লীলতাহানির ঘটনা।
মানুষ কার উপর ভরসা রাখবে। শুনেছি, ওই জওয়ান জঙ্গলে মদ খেতে
গিয়ে ঘটনাটি ঘটিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
বিজেপির জেলা সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা বলেন, ঘটনার
কথা শুনেছি। এই ঘটনা মেনে নেওয়া যায় না। আমরাও এমন ঘটনার তীব্র নিন্দা করছি। (ছবি
- প্রতীকী)
সংবাদ সৌজন্য – বর্তমান পত্রিকা, ১৫/০৫/২০১৯।
No comments:
Post a Comment