Saturday, May 25, 2019

জঙ্গলমহলকন্যা মনিকা মাহাতকে ধর্ষণ করে খুনের বিচার চাইতে কলকাতা শহরে প্রতিবাদ মিছিল।

২৫ শে মে, ২০১৯ শনিবার ‘জঙ্গলমহল উদ্যোগ’ এর ডাকে জঙ্গলমহল কন্যা মনিকা মাহাতকে ধর্ষণ করে খুনের বিচার চাইতে কলকাতা শহরে প্রতিবাদ মিছিল।

জঙ্গলমহলের এক মেধাবী ছাত্রী মনিকা মাহাতকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে আজ ২৫ শে মে, ২০১৯ শনিবার ‘জঙ্গলমহল উদ্যোগ’ এর ডাকে মোমবাতি মিছিল হচ্ছে কলকাতা শহরের অ্যাকাদেমি-চত্বরে। জঙ্গলমহলের ১৭ বছরের মণিকা মাহাতোর খুনের অপরাধীদের শাস্তির জন্য। বিচারের দাবিতে আজই যেখানে জঙ্গল মহলের কুড়মি সম্প্রদায় নেতারা চার জেলায় বৈঠকে আন্দোলনের রূপরেখা তৈরি করছেন, সেখানে শহরে সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গলমহল উদ্যোগ। এ খবর নিয়ে ইতিমধ্যে ফেসবুকে পড়েছে নানা প্রতিবাদী পোস্ট।
পুরুলিয়ার বাসিন্দা প্রশান্ত রক্ষিতের কথায়, ‘মণিকার বয়স ১৭, পড়ত ক্লাস টুয়েলভে। ক্ষেতমজুর বাবা-মা গরিব। লেখাপড়ার কারণে বোরোর মামড়ো গ্রাম ছেড়ে মণিকা বান্দোয়ানে থাকত জেঠুর বাড়ি। ও ৯৫% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছিল। ৩ মে সকালে টিউশনে বের হয়েছিল মণিকা। জেঠুর বাড়িতে জানিয়ে গিয়েছিল, সেই রাতে বাবা-মায়ের কাছেই থাকবে। কিন্তু পড়া শেষে বাড়ি যেতে বান্দোয়ানের বাসস্ট্যান্ড অপেক্ষারত মণিকাকে নাকি তুলে নিয়ে যায় এক সুমো গাড়ি। তারপর থেকেই সে নিখোঁজ। পরে মণিকার দেহর সন্ধান মেলে, সেখানকার ডুংরি টিলায়। গলায় গভীর দাগ। অনুমান তাকে ধর্ষণ করে, খুন করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে মণিকার পরিচিত দুই যুবক। কিন্তু তারপর তদন্ত থমকে। অপরাধীদের আড়াল করছে পুলিশ। সেই কারণেই বোকারো জাতীয় সড়কে বসেছেন সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সিআইডি তদন্তের দাবিতে ঘেরাও হয়েছেন পুরুলিয়ার পুলিশ সুপার। কলকাতায় সংগঠনের তরফে সুভাষ রায়, গোপা চক্রবর্তীদের বক্তব্য, ‘ভোটের জন্য মিছিল করতে দেরি হয়ে গেল, তবু মেয়েটার জন্য অবশ্যই কিছু করা উচিত।
সৌজন্য – এইসময়, সুমিত দে, ২৫/০৫/২০১৯।   

No comments:

Post a Comment