Saturday, May 11, 2019

বাঁকুড়ার সিমলাপালে পানীয় জল ও রাস্তার দাবীতে পথ অবরোধ করলেন আদিবাসীরা।



বাঁকুড়া জেলার সিমলাপালের মন্ডল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মণপুরে আদিবাসী মহিলারা পথ অবরোধ করলেন পানীয় জল ও রাস্তার দাবিতে। সিমলাপাল ভূতশহর রোডে লক্ষ্মণপুর বাস স্টপেজের কাছে প্রায় শতাধিক পরিবার পথ অবরোধ করেন। লক্ষ্মণপুরের এই আদিবাসি পাড়ার একশোর বেশী পরিবার গত তিন মাস ধরে পানীয় জলের সঙ্কটে ভুগছে। অভিযোগ, বার বার গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও সকলকে জানিয়েও কোন ফল হয়নি। বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য তিন থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে নদী থেকে জল নিয়ে এসে পানীয় জল হিসাবে ব্যবহার করছেন।

এ প্রসঙ্গে মন্ডল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিষ রাম জানান, এই আদিবাসি পরিবারগুলির পানীয় জলের সমস্যার কোনও দরখাস্ত পঞ্চায়েতে জমা পড়েনি। কিন্তু যখন পানীয় জলের নিয়ে সমস্যার রাস্তা অবরোধ হয়েছে তাই এই মুহূর্তে বিডিও সাহেবের সাথে কথা বলে একটি জলের গাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
সংবাদ সৌজন্য - ANM NEWS, বনমালী ষন্নিগ্রহী, ১০/০৫/২০১৯।

No comments:

Post a Comment