Monday, July 16, 2018

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে SC, ST & OBC দের জন্য সংরক্ষিত ৪০ হাজার আসন ফাঁকা।


কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৩১টি জেনারেল ডিগ্রি কলেজে ফাঁকা থেকে গেল ৩৫-৪০ হাজার আসন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চশিক্ষা দপ্তরে যে রিপোর্ট পাঠিয়েছেন, তাতেই এই তথ্য উঠে এসেছে কলকাতায় সব মিলিয়ে আসন সংখ্যা প্রায় লক্ষ ৩০ থেকে ৪০ হাজারের আশপাশে বিশেষ সূত্রের খবর, এর মধ্যে ৪৮ শতাংশ আসন তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (SC, ST & OBC) জন্য সংরক্ষিত, যার ৫০ শতাংশই ফাঁকা অর্থাৎ ৬২ হাজার ৪০০- মধ্যে ৩১ হাজার ৭০০ আসনে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (SC, ST & OBC) জন্য সংরক্ষিত আসনে প্রার্থী অমিল ছাড়া অনার্স জেনারেল শাখায় আরও - হাজার আসন ফাঁকা এই অবস্থায় কলেজগুলিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছেন যে অনগ্রসর কল্যাণ দফতরে (BCW Department) গিয়ে সংরক্ষিত আসনগুলিকে অসংরক্ষিত করার উদ্যোগ নিতে।
উত্তরের মণীন্দ্রচন্দ্র, সিটি, বেথুন, বিদ্যাসাগর উইমেন্স থেকে মধ্য কলকাতার সুরেন্দ্রনাথ দিবা সান্ধ্য, জয়পুরিয়া, আচার্য গিরিশচন্দ্র বোস, জগদীশচন্দ্র বসু, মৌলানা আজাদ, দক্ষিণে চারুচন্দ্র, ব্রেবোর্ন, যোগেশচন্দ্র, গোখেল, সিস্টার নিবেদিতা, মুরলীধর গার্লস, সাউথ সিটি গার্লস, নব বালিগঞ্জ মহাবিদ্যালয়, বড়িশা বিবেকানন্দ কলেজ ফর উইমেন্স, বেহালা থেকে মহেশতলা কলেজ, সর্বত্র এক চিত্র
নিখিলবঙ্গ অধ্যক্ষ পরিষদের কলকাতা শাখার সম্পাদক শ্যামলেন্দু চট্টোপাধ্যায় বলেন, ‘শূন্য আসন ভরাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হস্তক্ষেপ করুন না হলে কলেজগুলি আর্থিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বে এত আসন ফাঁকা থাকলে কলেজগুলির ক্যাজুয়াল কর্মী, বিদ্যুৎ বিল এবং অন্যান্য খরচ চালাতে হিমশিম খেতে হবে ইতিমধ্যে টিউশন ফি- অর্ধেকই সরকারি কোষাগারে জমা দিতে হয়লেডি ব্রেবোর্নের অধ্যক্ষা শিউলি সরকারের কথায়, ‘ইঞ্জিনিয়ারিং মেডিক্যালের কাউন্সেলিং চলায় রোজই কয়েক জন পড়ুয়া কলেজ ছেড়ে দিচ্ছে কলা শাখার কয়েকজন ছাত্রী জানিয়ে দিয়েছে, যাদবপুরে সুযোগ পেলে তারা চলে যাবে ফলে আসন ফাঁকা তো হবেই শূন্য আসন পূরণে সার্বিক নীতি তৈরি করা উচিত বিশ্ববিদ্যালয়ের
কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় বেশ কয়েকটি কলেজ নিজেদের মতো করে ফাঁকা আসন পূরণের ব্যবস্থা করেছিল কেউ কেউ নিজেরাই ওয়েব পোর্টাল চালু করে উচ্চ মাধ্যমিক সমতুল পরীক্ষায় উত্তীর্ণদের কাছে নতুন করে আবেদন নিয়েছে তার ভিত্তিতে দ্বিতীয় দফায় মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়া ভর্তিও ফেলেছে কেউ আগে এলে আগে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর ভর্তির সময় বাড়ানোয় অবশ্য এতে কিছুটা লাগাম পড়েছে তবে প্রেসিডেন্সি যাদবপুরে এখনও ভর্তি শুরু হয়নি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তিরমপ আপ পর্ব চলছে মেডিক্যালেও তাই আরও আসন খালি হবে, তাতে সমস্যা বাড়বে
অন্যদিকে, হুগলিতে নিজেদের অধীনস্থ কলেজে ভর্তি সংক্রান্ত স্টেটাস রির্পোট চেয়ে পাঠিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু দিন কয়েক কেটে গেলেও বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে নতুন করে কোনও নির্দেশিকা জারি করেনি এখনও ভর্তি হতে না পেরে তাই অন্ধকারে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ

No comments:

Post a Comment