Friday, July 20, 2018

আজ ২১ ই জুলাই, শহীদ স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী সফর।













আজ ২১ ই জুলাই, ২০১৮ তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের গুরুত্বপূর্ণ দিন। বাংলার রাজনীতিতেও গুরুত্বপূর্ণ দিন। ১৯৯৩ সালের ২১ শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের জনপ্রিয় নেত্রী। স্বচ্ছ নির্বাচন ও সচিত্র ভোটার কার্ড এর দাবিতে রাইটার্স বিল্ডিং অভিযানের ডাক দিয়েছিলেন। তৎকালীন বামফ্রন্ট সরকার মমতা বন্দপাধ্যায়ের এই স্পর্ধা মেনে নিতে পারেনি। বামফ্রন্ট সরকারের পুলিস সেদিন গুলি চালিয়ে ১৩ জন মমতা অনুগামী কংগ্রেস সমর্থকে খুন করেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্থান আটকানো যায়নি। সেইদিনেই বামফ্রন্ট সরকারের পতনের বীজ পোতা হয়েছিল পশ্চিমবাংলার রাজনীতিতে। এই ঘটনার পাঁচ বছর পর ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়ে গঠন করেন নিজের রাজনৈতিক দল ‘তৃণমূল কংগ্রেস’। মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাইয়ের শহীদ সাথীদের ভুলে যাননি। প্রতি বছর ২১ শে জুলাই শহীদ স্মরণ দিবস পালন করে গিয়েছিলেন। প্রতি বছর এই ২১ শে জুলাই শহীদ স্মরণ দিবস পালন মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি জুগিয়েছে। প্রতিটি ২১ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী বানিয়েছে। এক সাধারণ পরিবার থেকে উঠে আজ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম নিয়ন্ত্রক।
কুর্নিস জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী সফরকে।

No comments:

Post a Comment