Monday, July 23, 2018

আদিবাসীদের সংরক্ষণের স্থান দখল করার বিরুদ্ধে বাঁকুড়া জেলা শাসককে ডেপুটেশন AASSA-র।

অ-আদিবাসীরা আদিবাসীদের সংরক্ষণের স্থান দখল করার বিরুদ্ধে বাঁকুড়া জেলা শাসককে ডেপুটেশন দিল আদিবাসী ছাত্র সংগঠন AASSA। 

শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কিংবা চাকরিক্ষেত্রে আদিবাসীদের জন্য সংরক্ষিত স্থানেও দখলদারি করছে অ-আদিবাসীরা৷ এমন অভিযোগ তুলে সোমবার ২৩/০৭/২০১৮ আন্দোলনে নামলেন অল আদিবাসী সানতাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (All Adibasi Santal Students Association - AASSA) এর সদস্যরা৷ এদিন সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা বাঁকুড়া শহরে একটি মিছিল করে জেলাশাসকের দফতরে পৌঁছন৷ সেখানে স্মারকলিপিও জমা দেন তাঁরা৷
রাজ্যের বিভিন্ন কলেজে ভর্তির ক্ষেত্রে ‘সংরক্ষিত আসনে সাধারণ প্রার্থীদের অন্তর্ভূক্তির মতো দুর্নীতির অভিযোগ ওঠে এদিনের মিছিল থেকে৷ ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবিও করেন আন্দোলনকারীরা৷ একই সঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণনীতি সঠিক ভাবে কার্যকর করা, চাকুরীক্ষেত্রে সংরক্ষণ নীতি কঠোরভাবে কার্যকর করা, সাঁওতালি মাধ্যমে বিএড কলেজ চালুর দাবি-সহ একাধিক দাবি তোলেন তাঁরা৷ বাঁকুড়া শহরে সেন্ট্রাল বয়েজ হোস্টেল ও লেডিজ হোস্টেলে আদিবাসীদের আসন সংখ্যা বৃদ্ধির দাবিতেও সরব হন তাঁরা। এছাড়া রাজ্যের আদিবাসী হোস্টেলগুলি চালু করা হোক, বাঁকুড়া শহরের কলেজগুলিতে সাঁওতালি ভাষায় পঠনপাঠনের দাবি করা হয়৷ এদিন অভিযোগ ওঠে, টাকা দিয়ে নকল ST সার্টিফিকেট তৈরির একটি বড় চক্র কাজ করছে৷ তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনকারীরা এদিন সরব হন৷
আন্দোলনকারীদের তরফে জাহিনা মুর্মু বলেন, ‘‘আমাদের সংরক্ষিত অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি চাকরির ক্ষেত্রেও আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি৷ এর পিছনে একটি বড়সড় অসাধু চক্র কাজ করছে৷”
স্মারকলিপি জমা দেওয়ার পর অল আদিবাসী সান্তাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AASSA)-র পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা প্রশাসন তাদের দাবি পূরণের প্রাথমিক আশ্বাস দিয়েছে৷ তবে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনের সদস্যরা।
ঋণ স্বীকার – কলকাতা ২৪*৭

No comments:

Post a Comment