ঝাড়খণ্ডে বিজেপি সরকারের জমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে বিরোধী মহাগঠবন্ধন জোটের
ডাকে বনধের ব্যাপক প্রভাব, ১৯০০০ গ্রেফতার।
গতকাল ৫ ই জুলাই, ২০১৮ ঝাড়খণ্ড রাজ্য বনধের ডাক দিয়েছিল প্রধান
বিরোধী দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সমেত সমস্ত বিরোধী দল। ঝাড়খণ্ডের বিজেপি সরকারের ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে এই বনধ। ২০১৩ সালে কেন্দ্রের UPA সরকার The Right to Fair
Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and
Resettlement Act, 2013 (also Land Acquisition Act, 2013) বিল পাশ করায়। এই বিলের অনুকরণে এবং কিছু সংশোধনী এনে গত বছর ২০১৭ সালে ঝাড়খণ্ডের
বিজেপি সরকার “Right to Fair Compensation and Transparency in Land
Acquisition, Rehabilitation and Resettlement Act 2013 (Jharkhand Amendment)
Bill” বিল পাশ করায়, যেখানে বলা হয় যে উন্নয়নমূলক
কাজের জন্য ঝাড়খণ্ড সরকার স্থানীয় গ্রামবাসী বা পঞ্চম তপশীল এলাকায় গ্রামসভার অনুমতি
বা সহমতি ছাড়াই জমি অধিগ্রহণ করতে পারবে। এই খানেই আদিবাসীদের বিভিন্ন সংগঠন ও রাজ্যের রাজনৈতিক পার্টিগুলি
আশঙ্কা প্রকাশ করছে যে বিজেপি সরকার বিনা বাধায় আদিবাসীদের জমি অধিগ্রহণ করতে চাইছে।
এমনিতেই ঝাড়খণ্ডের বিজেপি সরকার আদিবাসীদের জমি রক্ষাকারী আইন ছোটোনাগপুর প্রজাস্বত্ব
আইন, ১৯০৮ (Chotonagpur Tenancy Act,
1908) ও সাঁওতাল পরগণা প্রজাস্বত্ব আইন - সম্পুরক বিধান, ১৯৪৯ (Santal
Pargana Tenancy Act – Supplymentary Provision, 1949) কে সংশোধন করার
ব্যর্থ চেষ্টা করে আদিবাসীদের কাছে সন্দেহের বাতাবরণ তৈরি করেছে। আদিবাসীরা মনে করছেন যে বিজেপি সরকার তাদের জমি দখল করে শিল্পপতিদের
দিতে চায়। এই ধারণা থেকে আদিবাসীরা ঝাড়খণ্ড সরকারের
জমি অধিগ্রহণ আইনের বিরোধিতা করে আন্দলন শুরু করছেন। আদিবাসীদের এই আন্দোলনে সামিল হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা
সমেত ঝাড়খণ্ডের সমস্ত বিজেপি-আজসু বিরোধী রাজনৈতিক
দল।
গতকাল ৫ ই জুলাই,
২০১৮ বিরোধী মহাগঠবন্ধন জোটের ডাকে বনধের ব্যাপক প্রভাব পড়েছে সারা
ঝাড়খণ্ড রাজ্য জুড়ে। সারা রাজ্য থেকে প্রায় ১৯,০০০ বনধ সমর্থককে গ্রেফতার করেছে
ঝাড়খণ্ড পুলিস। গ্রেফতার বরণ করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যকরী সভাপতি ও
প্রাত্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (প্রজাতান্ত্রিক) সভাপতি
ও প্রাত্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেন,
বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ বালমুচু সমেত বিরোধী দলগুলির প্রধান নেতাগন। বিরোধী
নেতাদের দাবী ৫ ই জুলাই, ২০১৮ এর ঝাড়খণ্ড বনধ দুর্দান্ত সফল ও সর্বাত্মক। ঝাড়খণ্ডী
জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধ সফল করেছেন। এই বনধে ঝাড়খণ্ডী জনগণ বিজেপি সরকারকে
বিদায় জানাবার সংকেত জানিয়েছেন।
যদিও
ঝাড়খণ্ডের বিজেপি সরকার এই বনধকে ব্যর্থ বলে দাবী করেছে। বিজেপি সরকার জানিয়েছে এই
জমি অধিগ্রহণ সংশোধনী ইতিমধ্যে ২৯ ই জুন, ২০১৮ থেকে রাজ্যে লাগু হয়ে গেছে।
No comments:
Post a Comment