বনধ,
অবরোধ করে নয়, আলাপ-আলোচনার
মাধ্যমেই আদিবাসীদের দাবি দাওয়া আদায় করতে চায় “ভারত জাকাত মাঝি মাডোয়া জুয়ান
গাঁওতা”।
গত সোমবার ৩০ শে জুলাই, ২০১৮ পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের নিকট ৫৪ দফা দাবী
পেশ করে সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর মুরমুর নেতৃত্বাধীন আদিবাসী সংগঠন “ভারত
জাকাত মাঝি মাডোয়া জুয়ান গাঁওতা”। প্রবীর মুরমু জানান যে বর্তমান রাজ্য সরকারের
অধীনে আদিবাসীদের উন্নতি হচ্ছে। তারাও সরকারের এই আদিবাসী উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত
থাকতে চান। প্রবীর মুরমু আরও জানান যে বর্তমান সরকারের অধীনে সাঁওতালি ভাষা
শিক্ষার উন্নতি হচ্ছে। প্রবীর মুরমু চান বর্তমান শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক থেকে
বিশ্ববিদ্যালয় স্তরে সাঁওতালি ভাষার পাঠক্রম চালু হোক। নিরক্ষরতা দূরীকরণে
সাঁওতালি ভাষা ও অলচিকি লিপি ব্যবহৃত হোক। প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এলাকায়
সাঁওতালি মিডিয়াম উচ্চ-প্রাথমিক স্কুল চালু হোক। রাজ্য মন্ত্রীসভায় সাঁওতালি
শিক্ষা বিষয়ক পৃথক মন্ত্রী নিয়োগ করা হোক। প্রবীর মুরমু আশা প্রকাশ করেন যে সরকার
তাদের দাবী দাওয়া গুরুত্ব সহকারে শুনবেন এবং দাবী পুরনে সচেষ্ট হবেন।
সৌজন্য
– সংবাদ প্রতিদিন, ৩১/০৭/২০১৮।
No comments:
Post a Comment