Tuesday, July 17, 2018

ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান মনোনীত হলেন ডাঃ সুকুমার হাঁসদা।


ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির চেয়ারম্যান মনোনীত হলেন প্রাত্তন মন্ত্রী ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান ডাঃ সুকুমার হাঁসদা।

সদ্য সমাপ্ত হওয়া ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যে শাসকদল তৃণমূল কংগ্রেস জয়ী হলেও ঝাড়গ্রাম জেলায় খারাপ ফল করে। দ্বিতীয় রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ঘটে বিজেপির। ঘটনার জেরে ঝাড়গ্রাম জেলায় নিজেই দেখাশোনা করার কথা ঘসনা করে তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলায় দলের ফলাফলের জেরে জেলা কমিটি ভেঙে দিয়ে নতুন কোর কমিটি গঠন করে দিলেন তিনি। গত মঙ্গলবার ১৭ ই জুলাই, ২০১৮ ঝাড়গ্রাম জেলা পর্যবেক্ষক তথা দলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৩৪ জনের কোর কমিটির তালিকা ঘোষণা করেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক সুকুমার হাঁসদাকে ওই কোর কমিটির চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
গোটা রাজ্যে তৃণমূলের আধিপত্য বাড়লেও বিগত পঞ্চায়েত ভোটে ঝাড়গ্রামসহ জঙ্গলমহলে নিচুতলায় বিজেপির ফল ভালো হয়েছে। ভোটের এই ফলাফলে নেত্রী খুশি নন। ফল প্রকাশের পরপরই জেলা পর্যবেক্ষকের পদে বদল ঘটিয়ে রাজ্য সভাপতি সুব্রত বক্সির জায়গায় পার্থকে নিয়োগ করেছেন তিনি। দলের প্রাথমিক পর্যলোচনায় ঝাড়গ্রামের একাধিক বিধায়ক মায় মন্ত্রিসভার সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বিজেপির উত্থানের নেপথ্যে দলের একাংশের অন্তর্ঘাত থেকে দলীয় নেতৃত্বের দুর্নীতির অভিযোগও উঠেছে। এরই প্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার সংগঠন ঢেলে সাজাতে নির্দেশ দেন পার্থকে। ইতিমধ্যে জেলার বিধায়ক ও অনগ্রসর কল্যাণ মন্ত্রী চূড়ামণি মাহাতকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। জেলা কমিটি ভেঙে দেওয়া হয় তৃণমূল সুপ্রিমো ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বলেছিলেন, তিনি নিজেই জেলার সংগঠন দেখবেন। এবার আর জেলা কমিটি নতুন করে গঠন করলেন না। সুকুমার হাঁসদাকে জেলার কোর কমিটির চেয়ারম্যান ও রেখা সরেনকে ভাইস চেয়ারম্যান করে মোট ৩৪ জনের কমিটি গড়া হয়েছে বলে জানান মহাসচিব। তিনি বলেন, ঝাড়গ্রামের বিধায়ক, এমপি সহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই কোর কমিটিতে জায়গা পেয়েছেন। যে সমস্ত জেলা পরিষদের সদস্য গতবার জয়ী হয়েও এবার দলের নির্দেশে পঞ্চায়েত নির্বাচনে ভোটে দাঁড়াননি তাঁদেরও রাখা হয়েছে কোর কমিটিতে।
গত পঞ্চায়েত নির্বাচনে দলের খারাপ ফলের জেরে কালীঘাটের বৈঠকে ঝাড়গ্রামের ৮ জন ব্লক সভাপতির মধ্যে পাঁচ জনকেই বদল করেছিলেন দলনেত্রী৷ নয়াগ্রামের ব্লক সভাপতি ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু৷ তাঁকে সরিয়ে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ওই ব্লকেরই প্রাক্তন ব্লক সভাপতি উজ্জ্বল দত্তকে৷ ব্লক সভাপতির দায়িত্ব পেয়ে তিনি বলেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফের ব্লকের দায়িত্ব দিয়েছেন৷ নয়াগ্রামে দলকে মজবুত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।’
ঝাড়গ্রামের তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, ‘দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আমাকে জানিয়েছেন, ঝাড়গ্রাম জেলায় একটি কোর কমিটি গঠন করা হয়েছে। তার চেয়ারম্যান করা হয়েছে সুকুমার হাঁসদাকে৷’

No comments:

Post a Comment