Friday, July 27, 2018

আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বলে বিধানসভায় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



আদিবাসীদের সম্মান জানিয়ে বিধানসভায় যুগান্তকারী পদক্ষেপের কথা আজ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আদিবাসীদের জমি হস্তান্তর হবে না। বস্তুত, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর এই ঘোষণা গোটা দেশকে পথ দেখাবে।
শিল্পায়নের নামে বিভিন্ন রাজ্যে আদিবাসী ভূমিপুত্রদের উৎখাত করার অভিযোগ ওঠে। বিভিন্ন অজুহাতে সামান্য অর্থের বিনিময়ে ভিটেমাটি ছাড়া হন আদিবাসীরা। এই ঘোষণায় সেই ভয়াবহ ভবিতব্য থেকে মুক্তি পেলেন আদিবাসীরা। রাজনৈতিক মহলের বক্তব্য, আদিবাসীদের জমি হস্তান্তর হবে না ঘোষণার পর ভারতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে উঠবে পশ্চিমবঙ্গ। বাংলা ছাড়া কোনও রাজ্য এখনও আদিবাসীদের জন্য এমন সুচিন্তিত পরিকল্পনা নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আদিবাসীদের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে নজর দেন। আদিবাসী উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর আমলেই মাথা উঁচু করে এগিয়ে চলার পথে আদিবাসীরা শামিল হয়েছেন। পশ্চিমবঙ্গে আদিবাসী শিক্ষার হার ঊর্ধ্বমুখী হচ্ছে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে সাঁওতালি ভাষায় প্রশ্নপত্র হচ্ছে। রাজ্য সরকারের নিজস্ব মুখপত্র ‘পশ্চিমবঙ্গছাপা হচ্ছে সাঁওতালি ভাষা অলচিকি লিপিতে।
আরএসপি’র বিধায়ক বিশ্বনাথ চৌধুরী অভিযোগ করেন, আদিবাসীদের জমি হস্তান্তরিত হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সরকারের ভূমিকা কী? অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলতে উঠলে মুখ্যমন্ত্রী তাঁকে থামিয়ে বলেন, আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। কেউ বঞ্চিত হবে না। আমরা নির্দেশিকা জারি করেছি। কারও জমি দখল করা যাবে না। রাজীব, তুমি সব বিধায়কের কাছে ওই নির্দেশিকা পাঠিয়ে দেবে। সেইসঙ্গে দুলাল বরের প্রশ্নের জবাবে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন চার সপ্তাহের মধ্যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেট দেওয়ার বিষয়টি সরলীকরণ করা হয়েছে।

No comments:

Post a Comment