Saturday, June 3, 2017

Disom Guru Shibu Soren. দিশম গুরু শিবু সরেন।

Disom Guru Shibu Soren, President and Founder of Jharkhand Mukti Morcha, Ex-Chief Minister of Jharkhand State. He was first elected to the Lok Sabha in 1980. He was subsequently elected to the Lok Sabha in 1989, 1991 and 1996 as well. In 2002, he was elected to the Rajya Sabha. He won the Dumka Lok Sabha seat in a by-election the same year and resigned his Rajya Sabha seat. He was re-elected in 2004 and became the Coal Minister of India.
Shibu Soren is the most popular Adivasi leader in India and also popular outside India.
দিশম গুরু শিবু সরেন আদিবাসী মূলবাসিদের নিজস্ব রাজনৈতিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা র প্রতিষ্ঠাতা ও বর্তমানে সর্বভারতীয় সভাপতি। দিশম গুরু শিবু সরেনকে অনেকেই গুরুজি বলে জানে। শিবু সরেন ঝাড়খণ্ড রাজ্যের প্রাত্তন মুখ্যমন্ত্রীও। ১৯৮০ সালে প্রথম লোকসভায় নির্বাচিত হয়ে নিজের রাজনৈতিক জীবনের জয়যাত্রা শুরু করেন। এর পর ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৬ সালে পর পর লোকসভায় বিপুল ভাবে জয়লাভ করে নির্বাচিত হন। ২০০২ রাজ্যসভায় নির্বাচিত হন। ফের ২০০৪ সালে লোকসভায় নির্বাচিত হন ও কেন্দ্রীয় সরকারে কয়লা মন্ত্রী হিসেবে যোগদান করেন।
শিবু সরেন ভারত ও ভারতের বাইরে আদিবাসী ও মূলবাসিদের মধ্যে অন্যতম জনপ্রিয় নেতা।

No comments:

Post a Comment