পশ্চিম
বর্ধমান জেলার পাণ্ডবেস্বর ব্লকে আদিবাসী অধ্যুষিত মেটেল গ্রামে ফুটবল গ্রাউণ্ড, শেড
ও স্টেজ নির্মাণের জন্য তিন বছর আগে শিল্যান্যাস করা হলেও এখনও নির্মাণ শুরু হল
না। শিল্যান্যাস শিলাটি আগাছায় ঢেকে যাচ্ছে। চরম ক্ষুব্ধ হয়েছেন এলাকার আদিবাসীরা।
এলাকার
আদিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এক খেলার মাঠের। বামফ্রন্ট সরকারের আমলে দাবিটি
উপেক্ষিত থাকলেও পালা বদলের পর তৃণমূল সরকারের পক্ষ থেকে একটি ফুটবল গ্রাউণ্ড, শেড
ও স্টেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেই মত শিল্যান্যাসও করা হয়। মোট বাজেট ধরা হয়
২৩ লক্ষ টাকা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের আর্থিক সহয়তায় এই ফুটবল গ্রাউণ্ড,
শেড ও স্টেজ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত সমিতির। কিন্তু আজ তিন
বছর হয়ে গেলেও ফুটবল গ্রাউণ্ড, শেড ও স্টেজ নির্মাণ হয়নি।
বিষয়টি স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওারির নজরে আনা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন
বলে আশ্বাস দিয়েছেন।
সংবাদ সৌজন্য
- সংবাদ প্রতিদিন,
৩০/০৭/২০১৯।
No comments:
Post a Comment