Friday, July 26, 2019

নথিভুক্ত জাহের থান সংরক্ষণ করবে রাজ্য সরকার।


পশ্চিমবঙ্গে বনভূমির ওপর অবস্থিত মাত্র ৩২৩ টি 'জাহের থান' সরকারি ভাবে নথিভুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গের আদিবাসী কল্যাণ দফতরের পক্ষ থেকে এই ৩২৩ টি জাহের থান কে বেড়া দিয়ে সংরক্ষণের খরচ বহন করা হবে।
যে সমস্ত জাহের থান এখনও সরকারি ভাবে নথিভুক্ত হয়নি সেই গ্রামের মাঝি বাবা বা সেই গ্রামের সামাজিক সংগঠনের কর্তা ব্যক্তিরা অবিলম্বে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

No comments:

Post a Comment