গত মঙ্গলবার
(২৩/০৭/২০১৯) রাঁচি জেলার নামকুম ব্লকে ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডু গোষ্ঠী)-র
কেন্দ্রীয় কমিটি, রাঁচি জেলা কমিটি ও নামকুম ব্লক কমিটি যৌথ সভা অনুষ্ঠিত হল। সভায়
সভাপতিত্ব করলেন ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডু গোষ্ঠী)-র কেন্দ্রীয় সহ-সভাপতি
রুবেন ডাং মহাশয়। এই সভায় নামকুম ব্লক কমিটি পুনর্গঠন করা হয় – শ্রী পত্রাস মাহালি
(সভাপতি), শ্রী রাজেন কেরকেটা (সম্পাদক), শ্রী অঙ্কিত তিরকি (কোষাধ্যক্ষ), শ্রী প্রকাশ
চম্পিয়া (সহ-সভাপতি), শ্রী জর্জ টোপনো (সহ-সভাপতি), শ্রী মঙ্গল পাহান (সহ-সভাপতি)
এবং জগন মুণ্ডা (সহ-সম্পাদক)। নামকুম ব্লক কমিটির সভায় বিশেষ বক্তব্য রাখেন
কেন্দ্রীয় কমিটির সভাপতি প্যারা মুণ্ডু মহাশয় ও গুমলা জেলা কমিটির সভাপতি দিলিপ
বিরহোর মহাশয়।
নামকুম ব্লক
কমিটির সভা শেষ হবার পর ঝাড়খণ্ড পার্টি (প্যারা মুণ্ডু গোষ্ঠী)-র কেন্দ্রীয় কমিটির
সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন ঝাড়খণ্ড পার্টি (প্যারা
মুণ্ডু গোষ্ঠী)-র কেন্দ্রীয় সভাপতি শ্রী প্যারা মুণ্ডু মহাশয়, কেন্দ্রীয় কার্যকরী
সভাপতি শ্রী সবন হোরো, কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রী বুধরাম তিরকি, শ্রী রুবেন ডাং,
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী কিশোর হোরো, শ্রী সুখরাম হেরেঞ্জ, কেন্দ্রীয় অফিস
সম্পাদক শ্রী বিশ্রাম বাগে, কেন্দ্রীয় মহিলা সভানেত্রী শ্রীমতী সুগন্ধিত বাগে, শ্রী
পত্রাস মাহালি, শ্রী জগন মুণ্ডা, শ্রীমতী মুন্না দেবী, শ্রীমতী হোলিমা দেবী ও
অন্যান্য পদাধিকারীরা।
No comments:
Post a Comment