Thursday, July 25, 2019

ঝাড়খণ্ড পার্টির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা।

আগামী জানুয়ারি, ২০২০ সালে ঝাড়খণ্ড পার্টির মহা অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন করা হল। জুলাই মাসে রাঁচি শহরে এক সভার মাধ্যমে এই ঘোষণা করা হয়।
১) এনোস এক্কা (সভাপতি), ২) কিরণ আইন্দ (কার্যকরী সভাপতি), ৩) অশোক কুমার ভগত (প্রধান সাধারণ সম্পাদক), ৪) দেব কুমার ধান (সহ-সভাপতি), ৫) ওম প্রকাশ আগরওয়াল (সহ-সভাপতি), ৬) শৈলেন্দ্র কুমার মইতি (সহ-সভাপতি), ৭) ওমরেন সামাদ (সহ-সভাপতি), ৮) উমেশ কুমার পাণ্ডে (সাধারণ সম্পাদক ও মুখমাত্র), ৯) পরমেশ্বর মাহাত, ১০) সুভাষ কংগারি, ১১) অমিত রঞ্জন, ১২) সিরিল হান্স (কোষাধ্যক্ষ), ১৩) সুগড় শ্যামুয়েল ডোডরায় (সম্পাদক), ১৪) ফিলিপ সোয় (সম্পাদক), ১৫) সুফল ওঁরাও (সম্পাদক), ১৬) প্রদীপ সরেন (সম্পাদক), ১৭) জেমস লুগুন (সম্পাদক), ১৮) বিজয় গুড়িয়া (যুগ্ম সম্পাদক), ১৯) প্রমোদ খেস (যুগ্ম সম্পাদক), ২০) সঞ্জীব মেইতি (যুগ্ম সম্পাদক), ২১) বিরেন্দ্র কুমার তিয়ারি (যুগ্ম সম্পাদক), ২২) গজাধর অহধার (যুগ্ম সম্পাদক), ২৩) হেরমন টোপ্পো (যুগ্ম সম্পাদক), ২৪) শেখায়াত আনসারি (যুগ্ম সম্পাদক), ২৫) মেনান এক্কা (মহিলা শাখার সভানেত্রী), ২৬) অর্পণা হন্স (মহিলা শাখার সাধারণ সম্পাদিকা), ২৭) নিরল টোপনো (যুব শাখার সভাপতি), ২৮) আইরিন এক্কা (যুব শাখার কার্যকরী সভাপতি), ২৯) মদন কুমার গঞ্ঝু (যুব শাখার সাধারণ সম্পাদক), ৩০) লালকেশ্বর দাস (আই টি সেলের সংযোজক), ৩১) রিঙ্কু কুমার আগরওয়াল (আই টি সেলের সংযোজক), ৩২) ডমরুধর দাস (সাংস্কৃতিক মঞ্চের সভাপতি), ৩৩) প্রোফেসর দিপক প্রসাদ (বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি), ৩৪) মসীহ দাস গুড়িয়া (বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক), ৩৫) শৈলেন্দ্র কুমার মেইতি (ঝাড়খণ্ড মজদুর সংঘের সভাপতি)।  

1 comment: