Wednesday, August 29, 2018

ঝাড়খণ্ড পিপলস পার্টি (Jharkhand Peoples Party - JPP) – এর দাবিপত্র পেশ।


বাঁকুড়ার খাতরা কলেজ কতৃপক্ষের কাছে দাবিপত্র পেশ করল ঝাড়খণ্ড পিপলস পার্টি (Jharkhand Peoples Party - JPP) – এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।
দাবিগুলি -  
১) আদিবাসী মহাকবি সাধু রাম চাঁদ মুরমুর মূর্তি স্থাপন,
২) কলেজের একটি ভবনকে স্বাধীনতা সংগ্রামী “বাবা তিলকা মুরমু”-র নামে নামাঙ্কিত করতে হবে,
৩) মহান সাঁওতাল বিদ্রোহের অমর নায়ক “সিধু মুরমু ও কানহু মুরমু” –র প্রতি সন্মান প্রদর্শন করতে হবে।

No comments:

Post a Comment