“ভারত দিশম মাঝি মাডোয়া (Bharat Disom Majhi Madowa)”-র পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়
গঠিত আদিবাসী উন্নয়ন কোর কমিটির চেয়ারম্যান সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে
দাবিপত্র পেশ।
পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত আদিবাসী উন্নয়ন
কোর কমিটির চেয়ারম্যান শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাংসদ (Member of Parliament) এর নিকট আদিবাসী সমাজের বিভিন্ন দাবী
দাওয়া পেশ করলেন আদিবাসী সামাজিক সংগঠন “ভারত দিশম মাঝি মাডোয়া (Bharat
Disom Majhi Madowa)”। মঙ্গলবার (14.08.2018) কলকাতায় শ্রী ঋতব্রত
বন্দ্যোপাধ্যায়ের হাতে এই দাবী দাওয়া পেশ করেন “ভারত দিশম মাঝি মাডোয়া (Bharat
Disom Majhi Madowa)”-র কেন্দ্রীয় নেতৃত্ব। “ভারত দিশম মাঝি মাডোয়া (Bharat
Disom Majhi Madowa)”-র কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে উপস্থিত ছিলেন
দিশম মাঝি মাননীয় শ্রী পূর্ণচন্দ্র সরেন মহাশয়, দিশম গোডেৎ মাননীয় শ্রী সলিল
মান্ডি মহাশয়, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় শ্রী প্রদীপ কুমার হাঁসদা মহাশয়,
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী কার্ত্তিক হাঁসদা মহাশয়, কেন্দ্রীয়
কমিটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী জগন্নাথ সরেন মহাশয়, মহিলা মোর্চার পক্ষে মাননীয়া শ্রীমতি
সুমিতা সরেন, ছাত্র-যুব মোর্চার পক্ষে মাননীয় শ্রী হালি হাঁসদা মহাশয়।
“ভারত দিশম মাঝি মাডোয়া (Bharat Disom Majhi Madowa)”-র কেন্দ্রীয় নেতৃত্ব আদিবাসী উন্নয়ন কোর কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী সমাজের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বিস্তারিত জানান।
বর্তমান সময়ে আদিবাসী সমাজের বিভিন্ন সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সাঁওতালি শিক্ষা
ব্যবস্থা, শিক্ষক নিয়োগ, জাল ST Caste Certificate, স্কুল-কলেজে
আদিবাসী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যা, প্রভৃতি বিষয়ে “ভারত দিশম মাঝি মাডোয়া (Bharat
Disom Majhi Madowa)”-র কেন্দ্রীয় নেতৃত্ব সাংসদ শ্রী ঋতব্রত
বন্দ্যোপাধ্যায়কে অবগত করান। সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মনোযোগ সহকারে “ভারত
দিশম মাঝি মাডোয়া (Bharat Disom Majhi Madowa)”-র কেন্দ্রীয়
নেতৃত্বের দাবী দাওয়াগুলি শোনেন এবং সেই দাবী দাওয়াগুলি পুরন করার যথাসম্ভব চেষ্টা
করবেন বলে আশ্বাস জানান। যে দাবী দাওয়া পুরনে সাংসদ শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
এক্তিয়ারের বাইরে, সেই দাবী দাওয়াগুলি উনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা
বন্দ্যোপাধ্যায়ের গোচরে আনবেন বলে জানান।
No comments:
Post a Comment