দলিতদের পাশে দাড়াতে রাজনৈতিক দল গড়লেন কলকাতা হাইকোর্টের প্রাত্তন প্রধানবিচারপতি
সি এস কারনান।
প্রশাসন ও বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে নতুন রাজনৈতিক দল গড়লেন কলকাতা
হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিএস কারনান৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আদালত অবমাননার
মামলায় নজিরবিহীন ভাবে ছ’মাস প্রেসিডেন্সি সংশোধনাগারে কাটাতে হয়েছে প্রাক্তন বিচারপতিকে৷
জেল থেকে মুক্তির পর বুধবার প্রথম কলকাতায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন কারনান৷ সেখানেই
নতুন রাজনৈতিক দলের কথা ঘোষণা করেন তিনি৷
বন্দিমুক্তি কমিটির উদ্যোগে দেশজুড়ে দলিত-সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিরুদ্ধে
একটি কনভেনশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন প্রাক্তন বিচারপতি৷ বিচারপতি থাকাকালীনও এ
বিষয়ে একাধিক বার সরব হয়েছিলেন তিনি৷ দেশের বিচার-ব্যবস্থার ভূমিকায় অসন্তোষ প্রকাশ
করেন বিচারপতি কারনান৷ তিনি জানিয়ে দিয়েছেন, এর বিরুদ্ধে তাঁর লড়াই জারি থাকবে৷ প্রাক্তন
বিচারপতি বলেন, ‘আমরা অ্যান্টি কোরাপশন ডায়নামিক পার্টি (Anti Corruption Dynamic
Party - ACDP) নামে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছি৷ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের
কাছে এই নতুন জাতীয় রাজনৈতিক দলের স্বীকৃতি চেয়ে আবেদন করা হয়েছে৷ সেটা হলে ২০১৯ এর
লোকসভা নির্বাচনেই অংশ নেব৷’
নতুন দলের উদ্দেশ্যও জানিয়ে দেন কারনান৷ তিনি বলেন, ‘আমরা দেশের বিচার-ব্যবস্থার
ভূমিকায় অসন্ত্তষ্ট৷ প্রশাসন ও বিচার-ব্যবস্থাকে স্বচ্ছ ও সবার জন্য সমান হিসাবে দেখতে
চাই৷’ নতুন রাজনৈতিক দলের তরফে দেশের ৫৪৩ টি লোকসভা কেন্দ্রেই মহিলা প্রার্থী দাঁড়
করানোর কথা জানান কারনান৷ তিনি জানান, দলের তরফে তাঁকে একমাত্র পুরুষ প্রার্থী হিসাবে
বারাণসী থেকে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল৷ তবে তিনি চান, ওই আসনেও কোনও মহিলাই
প্রতিদ্বন্দ্বিতা করুন৷
বন্দিমুক্তি কমিটির উদ্যোগে আয়োজিত এই কনভেনশনে দেশের সর্বত্র দলিত ও সংখ্যালঘুদের
উপর যে ভাবে নির্যাতন চলছে, তার প্রতিবাদ জানানো হয়৷ ছত্রধর মাহাতো-সহ বেশ কয়েক জনের
মুক্তির দাবিও তোলা হয়৷ কারনান অবশ্য সরাসরি এঁদের মুক্তির বিষয়ে কিছু বলেননি৷ তিনি
বলেন, ‘বিচার-ব্যবস্থা ও রাজ্য সরকারের কাছে আবেদন করব, যাঁরা সামাজিক আন্দোলনের সঙ্গে
যুক্ত এবং নিরপরাধ তাঁদের মুক্তির জন্য যেন উদ্যোগ নেওয়া হয়৷’ তাঁর বক্তব্যে বার বারই
উঠে আসে বিচার-ব্যবস্থা নিয়ে অসন্তোষের কথা৷ দেশের সর্বোচ্চ আদালত যে ভাবে তাঁকে কারাদণ্ড
দেয়, তারও সমালোচনা করেন তিনি৷
সৌজন্য – আনন্দবাজার পত্রিকা, ১৭ ই মে ২০১৮।
No comments:
Post a Comment