Saturday, November 18, 2017

একতা না থাকার কারণে গুজরাট রাজ্যে মোট জন সংখ্যার ১৫ % হওয়া সত্ত্বেও কোন রাজনৈতিক দলেই আদিবাসীদের গুরুত্ব দিচ্ছে না।


প্রতিবেদনে – প্রদীপ কুমার হাঁসদা।

আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনে জিতবার জন্য সমস্ত রাজনৈতিক দল গুজরাট বাসীদের মন জয় করার প্রচেষ্টা করছে। সমস্ত রাজনৈতিক দল ও মিডিয়ার আলোচনায় উঠে আসছে পাতিদার, ওবিসি ও দলিত নেতৃত্ব ও সম্প্রদায়ের নাম। কিন্তু গুজরাটের আদিবাসী জনগোষ্ঠীর জন্য কোন রাজনৈতিক দল ও মিডিয়া মাথা ঘামাতে চাইছে না। অথচ গুজরাট রাজ্যে আদিবাসীদের জন সংখ্যা কিছু কম নয়, মোট জন সংখ্যার প্রায় ১৫% আদিবাসী সম্প্রদায় ভুক্ত। গুজরাটের আদিবাসীরা যদি জোটবদ্ধ ভাবে ভোট দেন তাহলে প্রায় ২৭ টি বিধানসভার ভাগ্য নির্ধারণ করতে পারেন। গুজরাটে মোট জন সংখ্যার ৪০% ওবিসি সম্প্রদায় ভুক্ত,  ২০% ঠাকর (ক্ষত্রিয়) সম্প্রদায় ভুক্ত, ১২.৩% পাতিদার সম্প্রদায় ভুক্ত, ৭% দলিত সম্প্রদায় ভুক্ত, ৬% সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত এবং ১৫% আদিবাসী সম্প্রদায় ভুক্ত।
পাতিদার আনামাত আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেল এর নেতৃত্বে পাতিদার সম্প্রদায়ের জোরদার সংরক্ষণ আন্দোলনের কারনে বর্তমানে পাতিদার সম্প্রদায়ের মধ্যে ঐক্য জোরদার হয়েছে আর তাই সমস্ত রাজনৈতিক দলের কাছে হার্দিক প্যাটেল ও পাতিদার সম্প্রদায়ের গুরুত্ব দারুন ভাবে বেড়েছে। শোনা যাচ্ছে যে হার্দিক প্যাটেল কংগ্রেস দল এর দিকে ঝুঁকতে পারেন।
আবার পাতিদার সম্প্রদায়ের সংরক্ষণ আন্দোলনের তীব্র বিরোধিতা করে পাল্টা আন্দোলনের নেতৃত্ব দেওয়া ঠাকর সম্প্রদায়ের নেতা অল্পেশ ঠাকর গুজরাটের ওবিসি সম্প্রদায়ের নেতা হিসেবে প্রচারের আলোয় উঠে এসেছেন। অল্পেশ ঠাকর নিজে গুজরাট ক্ষত্রিয় ঠাকর সেনার প্রধান নেতা, বর্তমানে অল্পেশ ঠাকর গুজরাটের ওবিসি একতা মঞ্চেরও নেতা। আসন্ন গুজরাট নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ওবিসি সম্প্রদায়কে নিজেদের দিকে টানবার চেষ্টা করে যাচ্ছে। কংগ্রেস দল ওবিসি সম্প্রদায়কে সন্তুষ্ট করতে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। অল্পেশ ঠাকর নিজে কংগ্রেস দলে যোগদান করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে অল্পেশ ঠাকর কে কংগ্রেস দল নিজেদের প্রার্থী করবে বলে কথা দিয়েছে এবং যদি কংগ্রেস দল গুজরাট রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়, তাহলে আশা করা যায় যে অল্পেশ ঠাকর নিশ্চিত ভাবেই মন্ত্রী হচ্ছেন।
অন্যদিকে ২০১৬ সালে গুজরাট এক শক্তিশালী দলিত আন্দোলনের সাক্ষী থেকেছে। গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের উনা গ্রামে দলিতদের ওপর তথাকথিত গো রক্ষক তথা উচ্চবর্ণের হামলার প্রতিবাদে সারা দেশ জুড়ে দলিত প্রতিবাদ আন্দোলনের সূচনা হয়। গুজরাটের তরুন যুবক জিগনেশ মেবানি উনা গ্রাম থেকে আমেদাবাদ পর্যন্ত দলিত আস্মিতা যাত্রার সফল আয়োজনের মধ্যে দিয়ে গুজরাটের দলিতদের ঐক্যবদ্ধ করেন এবং গুজরাটের সর্বসম্মত দলিত নেতা হিসেবে ওপরে উঠে আসেন। এখন সমস্ত রাজনৈতিক দলই জিগনেশ মেবানি ও দলিত সম্প্রদায়কে নিজেদের দিকে টানতে সক্রিয় হয়েছে।
কিন্তু গুজরাটের আদিবাসী সম্প্রদায়ের কাছে হার্দিক প্যাটেল, জিগনেশ মেবানি, অল্পেশ ঠাকর এর মতন কোন নেতা নেই যে তাদের কথা তুলে ধরবেন বা রাজনৈতিক নেতাদের কাছে আদিবাসী সম্প্রদায়ের দাবী দাওয়া নিয়ে দর কষাকষি করবেন। বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে গুজরাট বিধানসভার মোট ১৮২ আসনের মধ্যে ২৭ টি আসনে আদিবাসীরাই নির্ণায়ক শক্তি। ২০১২ সালের নির্বাচনে আদিবাসীদের এক বড় অংশ কংগ্রেসকে সমর্থন করেছিল এবং ২৭ টি আসনের মধ্যে কংগ্রেস ১৬ টি আসনে জয়লাভ করেছিল। কিন্তু আদিবাসীরা মনে করেন যে কংগ্রেস দল তাদের দাবী দাওয়ার প্রতি সুবিচার করেনি আর নজর দেয়নি। আদিবাসীদের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জমি বণ্টন করা হয়নি, যার জন্য চাষ করার জন্য আদিবাসীদের বনভুমির ওপর নির্ভরশীল হতে হয়। এর জন্য বন কর্মীদের সঙ্গে আদিবাসীদের সংঘাত সৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। আবার নিরক্ষরতা বা উচ্চ শিক্ষা না থাকার কারণে আদিবাসীরা বনধিকার আইন মেনে জমির পাট্টা পাবার জন্য আবেদনও করতে পারেন না। অধিকাংশ আদিবাসীদের Schedule Tribe বা তপশীলি উপজাতির শংসাপত্র নেই যা ফলে শিক্ষা, চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে অধিকাংশ আদিবাসীরা প্রায়ই বঞ্চিত হন। গুজরাট রাজ্যে ২৯ টি জনগোষ্ঠীকে Schedule Tribe বা তপশীলি উপজাতির স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এই ২৯ টি Schedule Tribe বা তপশীলি উপজাতি জনগোষ্ঠীর নিজেদের মধ্যে কোন একতা নেই। আবার এই ২৯ টি Schedule Tribe বা তপশীলি উপজাতি জনগোষ্ঠী নিজেদের মধ্যেও বিভক্ত। বর্তমানে আদিবাসীদের মধ্যে অনেক ক্ষোভ আছে। অ-আদিবাসীরা আদিবাসীদের জন্য নির্ধারিত সুযোগ সুবিধা গুলি নিয়ে নিচ্ছে, কিন্তু কেও বলার নেই। আদিবাসীদের অনেক সমস্যার কোন সমাধান হচ্ছে না। কিন্তু ঐক্যবদ্ধ না হবার কারণে গুজরাটের আদিবাসী সম্প্রদায় পাতিদার, দলিত বা ঠাকর সম্প্রদায়ের মতন রাজ্য কাঁপানো আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছে।
একতা না থাকার কারনেই ২৭ টি বিধানসভা আসনে নির্ণায়ক শক্তি হওয়া সত্ত্বেও গুজরাটের কোন রাজনৈতিক দল আদিবাসীদের গুরুত্ব দিচ্ছে না।

কৃতজ্ঞটা স্বীকার – দ্য স্ট্যেটম্যান পত্রিকা (http://www.thestatesman.com)

No comments:

Post a Comment