ঝাড়গ্রাম জেলা শাসকের নিকটে ভারত জাকাত মাঝি পারগানা মহলের গণ ডেপুটেশেনে লড়াকু
আদিবাসী প্রবীণা। সেলাম জানাই এই লড়াকু প্রবীণাকে। গত ২৭ শে নভেম্বর, ২০১৭ আদিবাসী
সাঁওতালদের সর্বোচ্চ সর্বভারতীয় সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ
থেকে আদিবাসী সাঁওতালদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে জেলা শাসকের মাধ্যমে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেন।
No comments:
Post a Comment