Sunday, November 19, 2017

উত্তর দিনাজপুরে ফের আদিবাসীদের আন্দোলন।


অভিযোগ যে আদিবাসীদের জমি অধিগ্রহণ করে বিদ্যুৎ সাব স্টেশন তৈরি হচ্ছে। অভিযোগ অস্বীকার সরকারের।
বিদ্যুৎ সাব স্টেশন তৈরির কাজ বন্ধ করতে রবিবার সকালে আদিবাসীরা জমায়েত হন এবং কাজ বন্ধ করতে বলেন। সেই সময় নাকি স্থানীয় মানুষ ও তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আদিবাসীদের ওপর হামলা চালায়। ক্ষিপ্ত আদিবাসীরা পাল্টা তির ছোড়েন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও আদিবাসীরা তাদের ওপরেও তির ছোড়ে। ঘটনায় এক হোম গার্ড ও পুলিশের ওসি তিরবিদ্ধ হয়েছেন। পুলিশ আদিবাসীদের আটক করে থানায় নিয়ে গিয়েছে।

সৌজন্য - সংবাদ প্রতিদিন, ২০/১১/২০১৭। 

No comments:

Post a Comment