Friday, November 17, 2017

জঙ্গল মহল কাপ শুরু হল।

প্রতি বারের মতন এই বারেও অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা তথা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলাকে নিয়ে গঠিত জঙ্গল মহল এলাকা নিয়ে জঙ্গল মহল কাপ। অনুষ্ঠানটি পরিচালনা করবে জেলা পুলিশ। প্রতিটি জেলার অধীন থানাগুলি এই প্রতিযোগিতা আয়োজন করবে। প্রতিযোগিতা হবে ফুটবল, তিরান্দাজি, কাবাডি, আদিবাসী নৃত্য, ইত্যাদি জঙ্গলমহলে জনপ্রিয় খেলাগুলি।
সৌজন্য - সংবাদ প্রতিদিন, ১৮/১১/২০১৭।

No comments:

Post a Comment