Thursday, November 16, 2017

খসড়া তালিকা প্রকাশ, পশ্চিম বর্ধমানের ৯ জন কর্মাধ্যক্ষের মধ্যে ৬টি আসন সংরক্ষিত, টিকিট পাওয়া নিয়ে জল্পনা।


আসানসোল: পশ্চিম বর্ধমান জেলা পরিষদের নজন কর্মাধ্যক্ষের মধ্যে ছজনের আসন সংরক্ষিত হয়ে গিয়েছে। তাই এবার তাঁরা আদৌ টিকিট পাবেন কিনা তা নিয়ে দলের অন্দরমহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাঁদের মধ্যে তিনজন নতুন জেলা পরিষদ গঠনের সময় সভাধিপতি পদের দাবিদার ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পূর্ত কর্মাধ্যক্ষ বারাবনির উত্তম চক্রবর্তীর আসনটি এসটি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, সংরক্ষণের তালিকা একটা নিয়ম মেনে হয়। এক্ষেত্রে কারও কিছু করার থাকে না। বারাবনির অন্য আসনটি অবশ্য জেনারেল রয়েছে। বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রূপেশ যাদব অণ্ডালে যে এলাকায় দাঁড়াতেন সেটি এবার মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। অণ্ডাল ৮ নম্বর জেলা পরিষদ আসনটি এসসি ও ৭ নম্বর আসনটি জেনারেল রয়েছে। শিক্ষা কর্মাধ্যক্ষ জামুড়িয়ার তাপস চক্রবর্তীর আসনেও এবার মহিলা প্রার্থী দাঁড় করাতে হবে। কৃষি কর্মাধ্যক্ষ নরেন চক্রবর্তী এবার নিজের আসনে দাঁড়াতে পারবেন না। তিনি বলেন, পাণ্ডবেশ্বরের দুটি আসনই মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে। ওটা নিয়ে আমরা ভাবি না। দলের হয়ে কাজ করে যাব।
প্রসঙ্গত, পাণ্ডবেশ্বরে নদীয়া ধীবর কর্মাধ্যক্ষ রয়েছেন। বন ও ভূমি কর্মাধ্যক্ষ দেবদাস বক্সির আসনে এবার এসসি মহিলারা প্রার্থী হতে পারবেন। তিনি ওই আসনে প্রার্থী হতে পারবেন না। তবে সভাধিপতি বা সহ সভাধিপতির নিজের আসনে দাঁড়াতে অসুবিধা হবে না বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওই আসন দুটি আগের মতোই রয়েছে। কাঁকসার বৈশাখী বন্দ্যোপাধ্যায় নতুন জেলা পরিষদের সভাধিপতির দৌড়ে ছিলেন তাঁর আসনটিও এবার সংরক্ষিত করা হয়েছে। তাই তাঁরও প্রার্থী হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবিভক্ত জেলা পরিষদের সহ সভাধিপতি প্রিয়া সূত্রধরের আসনটি জেনারেল হয়েছে। আগে এই আসনটি সংরক্ষিত ছিল। বারবারই তিনি বিতর্কে জড়িয়েছেন। তিনিও টিকিট পাবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। রানিগঞ্জের ১২ নম্বর জেলা পরিষদের আসনে এসসি ও পরের আসনটিতে এসসি মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি ভি শিবদাসন বলেন, কে কোথায় টিকিট পাবেন তা নিয়ে এখনও আলোচনা হয়নি। পরে ঠিক করা হবে।
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের মোট আসন রয়েছে ১৭ টি। তারমধ্যে ৫ টি আসন জেনারেল রয়েছে। বুধবার প্রশাসন সংরক্ষণের তালিকা প্রকাশ করেছে।

সৌজন্য – বর্তমান পত্রিকা, ১৭/১১/২০১৭।

No comments:

Post a Comment