Wednesday, November 22, 2017

উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় আদিবাসীদের জমি অধিগ্রহণের সমস্যা নিয়ে মঙ্গলবার (২১/১১/২০১৭) প্রশাসনের বৈঠক।


ইসলামপুর: উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়ায় নির্মীয়মাণ পাওয়ার স্টেশন প্রকল্পের জমি নিয়ে সমস্যা মেটাতে আজ, মঙ্গলবার সবপক্ষকে নিয়ে বৈঠকে বসছে ব্লক প্রশাসন। সেইসঙ্গে রবিবারের ঘটনায় কেস চালু করেছে পুলিস। ইসলামপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সিপিএমের মালতী হেমব্রম বলেন, ওই জমিটি যে আমাদের তার সমস্ত কাগজপত্র রয়েছে। বিষয়টি মহকুমা প্রশাসনকে জানিয়েছিলাম। তারপরেও সেখানে প্রশাসন নির্মাণ কাজ চালু করেছে। মঙ্গলবার ব্লক প্রশাসন বৈঠক ডেকেছে। বৈঠকে কী সিদ্ধান্ত হয় তার পরিপ্রেক্ষিতে আমরা আগামী কর্মসূচি ঠিক করব। পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের লাল মহম্মদ বলেন, এদিন নির্মাণ কাজ হয়নি। শ্রমিকরা ভয় পেয়ে বাড়ি চলে গিয়েছেন। মঙ্গলবার ব্লকে মিটিং রয়েছে। জেলার পুলিস সুপার শ্যাম সিং বলেন, রবিবারের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিস আক্রান্ত হয়েছিল, একটি মামলা শুরু করা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক গোলাম রব্বানি বলেন, ওই জমিটি সরকারের। ওই জমিতে অন্য কারও অধিকার থাকলে প্রশাসনকে জানাতে পারত এভাবে বিক্ষোভ দেখানো, ভাঙচুর করা কাম্য নয়।
গত রবিবার সকালে বিদ্যুৎ সাব স্টেশন তৈরির কাজ বন্ধ করতে স্থানীয় আদিবাসীরা জমায়েত হন এবং কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ করতে বলেন। সেই সময় স্থানীয় মানুষ ও তৃণমূল কংগ্রেস সমর্থকেরা আদিবাসীদের ওপর হামলা চালায়। ক্ষিপ্ত আদিবাসীরা পাল্টা তির ছোড়েন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আদিবাসীরা তাদের ওপরেও তির ছোড়ে। ঘটনায় এক হোম গার্ড ও পুলিশের ওসি তিরবিদ্ধ হয়েছিল। পুলিশ আদিবাসীদের আটক করে থানায় নিয়ে গেলেও কাওকে গ্রেফতার করেনি।

সুত্র – বর্তমান পত্রিকা, ২২/১১/২০১৭। 

No comments:

Post a Comment