Tuesday, November 21, 2017

খড়গপুর পৌরসভার ময়লা ও বর্জ্য ফেলার জায়গা ঠিক হয়েছে পার্শ্ববর্তী আদিবাসী অধ্যুষিত হিরাডি গ্রামের পাশে।

পরিবেশ দূষণ ছড়ানোর আশঙ্কায় আদিবাসীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তা সত্ত্বেও খড়গপুর পৌরসভার সাফাই কর্মীরা ময়লা ফেলার জন্য ছয়টি গাড়ি নিয়ে গেলে ক্ষুব্ধ আদিবাসীরা ময়লা ফেরার গাড়িগুলি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ হিরাডি গ্রামে গিয়ে ক্ষুব্ধ আদিবাসীদের বোঝানোর চেষ্টা করে কিন্তু ময়লা ফেলতে না দেবার দাবীতে আদিবাসীরা অনড় থাকে। ব্যর্থ হয়ে খড়গপুর পৌরসভার সাফাই কর্মীরা ছয়টি ময়লা ফেলার গাড়ি নিয়ে ফেরত আসেন। আদিবাসীদের অভিযোগ যে খড়গপুর পৌরসভা তাদের ময়লা হিরাডি গ্রামে ফেললে সেখানে পরিবেশ দূষণ হবে, সমস্ত বিষয়টি দূষণ নিয়ন্ত্রন পর্ষদ কে জানানো হয়েছে, জেলা শাসক কেও জানানো হয়েছে, কিন্তু কোন কাজ হয়নি। ক্ষুব্ধ আদিবাসীরা পুনরায় প্রশাসনিক দফতরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে খড়গপুর পৌরসভার দাবী যে জেলা প্রশাসন থেকে ময়লা ফেলার জন্য হিরাডি গ্রামের জমিটি তাদের দেওয়া হয়েছে। পুলিশের বক্তব্য যে তাঁরা গ্রামবাসীদের জানিয়েছে যে ময়লা ফেলায় বাধা দেওয়া যাবে না, যা জানাবার পৌরসভা বা থানায় এসে জানাতে হবে।

সৌজন্য - সংবাদ প্রতিদিন, ২২/১১/২০১৭।

No comments:

Post a Comment