দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রকে চোর অপবাদ
দিয়ে মারধর করার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বালুরঘাটে এলাকার খাদিমপুর হাইস্কুলের
হস্টেলের আবাসিক ওই ছাত্রকে মারধোর করার অভিযোগ উঠেছে এলাকারই একটি ক্লাবের
যুবকদের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে তির-ধনুক ও লাঠিসোঁটা নিয়ে পথ অবরোধ করেন স্থানীয় আদিবাসী
সম্প্রদায়ের প্রায় শ’পাঁচেক মানুষ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন খাদিমপুর হাইস্কুল এলাকার একটি
ক্লাবের কিছু যুবক ও কিশোর হস্টেল লাগোয়া স্কুল মাঠে খেলাধূলা করেন। অভিযোগ গত
শুক্রবার খেলা চলাকালীন স্থানীয় এক যুবকের মোবাইল খোওয়া যায়। মোবাইলটি চুরির
ব্যাপারে তারা হস্টেলের আবাসিক পঞ্চম শ্রেণীর আদিবাসী ছাত্রটিকে সন্দেহ করেন।
আদিবাসী ঐ শিশুটিকে স্কুলের ছাদে টেনে নিয়ে মারধর ও ওপর থেকে ফেলে দিয়ে খুনের
হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে। মঙ্গলবার
বেলা এগারোটা থেকে খাদিমপুর গার্লস স্কুল মোড়ের কাছে বিকেল পর্যন্ত
বালুরঘাট-শিবরামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
অবশেষে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে
বিকেল চারটে নাগাদ তাঁরা অবরোধ তুলে নেন।
সৌজন্য – কলকাতা ২৪ x৭, পর্ণা
সেনগুপ্ত, ৯ ই অক্টোবর, ২০১৮।
No comments:
Post a Comment