হকি ইন্ডিয়ার অষ্টম সর্বভারতীয় সম্মেলনে ঝাড়খণ্ড নিবাসী আদিবাসী খেলোয়াড় অসুন্তা
লাকড়া যুগ্ম সচিব নির্বাচিত হলেন। ভারতীয় হকি মহলে অসুন্তা লাকড়া এক অতি পরিচিত
নাম। ২০০০-২০১৪ সাল অবধি অসুন্তা লাকড়া নিয়মিত ভারতীয় মহিলা হকি দলের সদস্য ছিলেন।
২০০০ সালে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়কত্ব করেছেন। ২০০৫ সালে জুনিয়র বিশ্বকাপ
খেলেছেন। দুবার করে সিনিয়র বিশ্বকাপ, কমনওয়েলত ও এশিয়া কাপে খেলেছেন। বর্তমানে হকি
ঝাড়খণ্ড এর সহ-সভাপতি ছিলেন অসুন্তা লাকড়া।
সৌজন্য – অসুন্তা লাকড়ার ইনসটাগ্রাম পোস্ট ও ELON।
No comments:
Post a Comment