Monday, October 1, 2018

হকি ইন্ডিয়ার যুগ্ম সচিব নির্বাচিত হলেন ঝাড়খণ্ডের আদিবাসী খেলোয়াড় অসুন্তা লাকড়া।


হকি ইন্ডিয়ার অষ্টম সর্বভারতীয় সম্মেলনে ঝাড়খণ্ড নিবাসী আদিবাসী খেলোয়াড় অসুন্তা লাকড়া যুগ্ম সচিব নির্বাচিত হলেন। ভারতীয় হকি মহলে অসুন্তা লাকড়া এক অতি পরিচিত নাম। ২০০০-২০১৪ সাল অবধি অসুন্তা লাকড়া নিয়মিত ভারতীয় মহিলা হকি দলের সদস্য ছিলেন। ২০০০ সালে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়কত্ব করেছেন। ২০০৫ সালে জুনিয়র বিশ্বকাপ খেলেছেন। দুবার করে সিনিয়র বিশ্বকাপ, কমনওয়েলত ও এশিয়া কাপে খেলেছেন। বর্তমানে হকি ঝাড়খণ্ড এর সহ-সভাপতি ছিলেন অসুন্তা লাকড়া।
সৌজন্য – অসুন্তা লাকড়ার ইনসটাগ্রাম পোস্ট ও ELON

No comments:

Post a Comment