উচ্চমাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায়
ছাত্রীদের মধ্যে যুগ্ম ভাবে প্রথম স্থান অর্জন করেছে জঙ্গলমহলের অনিমা মুর্মু ও সনকা
হেমব্রম।
অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। তবু মনোবলে কখনও চিড়
ধরেনি এতটুকু। হাজার প্রতিকূলতাকে দূরে সরিয়ে বাজিমাত জঙ্গলমহলের দুই দিনমজুর
পরিবারের কন্যার। এবার উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায়
ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে অনিমা মুর্মু ও সনকা হেমব্রম। বাঁকুড়ার
রাইপুর ব্লকের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের এই দুই ছাত্রীরই প্রাপ্ত নম্বর
৪৪৫। ছাত্রীদের জন্য স্কুলের যেমন গর্বের অন্ত নেই, তেমনই মেয়েদের এই
সাফল্যে মুখে হাসি ফুটেছে অভাবের সংসারেও। যদিও ছাত্রীদের উচ্চশিক্ষার খরচ জোগানো
নিয়ে চিন্তায় দুই পরিবার।
বাঁকুড়ার রাইপুর ব্লকের লোয়াবেড়িয়া গ্রামে বাড়ি অনিমার।
বাবা শিবু মুর্মু দিনমজুর। হাড়ভাঙা পরিশ্রম করে কোনও রকমে চালান অভাবের সংসার।
রানিবাঁধ ব্লকের বনশোল গ্রামের বাসিন্দা সনকা হেমব্রম। তাঁর দিনমজুর বাবা আবার
প্রতিবন্ধী। কথা বলতে পারেন না। অভাবী পরিবারের দুই কন্যা রাইপুরের পণ্ডিত রঘুনাথ
মুর্মু আবাসিক স্কুলের ছাত্রী। সেখানে হস্টেলে থেকেই পড়াশোনা করেছে তারা। অনিমা
প্রথম ভাষা সাঁওতালিতে পেয়েছে ৯০ নম্বর। এছাড়া দ্বিতীয় ভাষা ইংরেজিতে ৬৬, ভূগোলে
৮০, দর্শনে ৯৪ এবং সংস্কৃতে ৯৩ নম্বর পেয়েছে সে। অন্য দিকে
সনকা হেমব্রম প্রথম ভাষা সাঁওতালিতে পেয়েছে ৮৮ নম্বর। দ্বিতীয় ভাষা ইংরেজিতে ৫০,
ভূগোলে ৮৫, দর্শনে ৯৩ এবং সংস্কৃতে ৮৪ নম্বর
পেয়েছে সে। আগামী দিনে সাঁওতালি ভাষাতেই গবেষণা করতে চায় অনিমা। আর সনকার প্রিয়
বিষয় ভূগোল। তাই নিয়েই পড়তে চায় সে। স্বপ্ন দেখে আগামী দিনে শিক্ষিকা হওয়ার।
এই দুই ছাত্রীর সাফল্যে গর্বিত স্কুল কর্তৃপক্ষ। রঘুনাথ
মুর্মু আবাসিক স্কুলের পথ চলা শুরু ২০১০ সালে। স্কুলটি উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত
হয় ২০১২ সালে। আবাসিক এই স্কুলে বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৭৯৫। যার মধ্যে ৯৮ শতাংশই
তফসিলি উপজাতি সম্প্রদায়ের। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১৩ জন। সাঁওতালি ভাষার শিক্ষক
এক জন। স্কুলের পরিকাঠামোও বেশ নজরকাড়া। প্রধান শিক্ষক কৌশিক চট্টোপাধ্যায় বলেন, 'ছাত্রছাত্রীরা
প্রত্যেকেই আবাসিক। স্কুলের বাইরে কাউকে আলাদা করে টিউশন নিতে হয় না।
শিক্ষক-শিক্ষিকারাই ক্লাসের বাইরেও আলাদা করে কোচিং দেন ছেলেমেয়েদের।' প্রতি বছরই নজরকাড়া রেজাল্ট করে পড়ুয়ারা। স্কুলে এ বারও বাংলা ও সাঁওতালি
মাধ্যম মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯৭ জন। তারা প্রত্যেকেই পাশ করেছে।
সেই সঙ্গে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় ছাত্রীদের মধ্যে যুগ্ম ভাবে প্রথম
স্থান অর্জন করেছে অনিমা ও সনকা। দু'জনেরই চোখে বড় হওয়ার
স্বপ্ন। একটা সাফল্যের পর নতুন লক্ষ্যে এগোনো। তাও আবার দারিদ্রের বিরুদ্ধে লড়াই
করে।
সংবাদ
সৌজন্য – এইসময়, দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়, ০১/০৬/২০১৯। ছবি সৌজন্য – সারি কাথা।
No comments:
Post a Comment