গত শনিবার ০৮/১২/২০১৮ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঝাড়গ্রামে বলেন, ‘এ অঞ্চলের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষ ও আদিবাসী ভাইবোনেরা যাতে ইংরেজি
শিখতে পারে,
সেদিকে লক্ষ রেখে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে
ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ যাতে তারা অন্যদের সঙ্গে সমান ভাবে
প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷’
প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলায়
মোট ১২৯১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ ইতিমধ্যে ব্রিটিশ কাউন্সিল বিভিন্ন স্কুলে
গিয়ে শিক্ষক ও পড়ুয়াদের নিয়ে একটি সমীক্ষা করেছে৷ তাতে দু’টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা হয়েছিল৷ স্কুল শিক্ষকদের ইংরেজিতে দক্ষতা এবং
ছাত্রদের ইংরেজি বিষয়ের প্রতি আগ্রহ। সেই সমীক্ষার উপর ভিত্তি করে একটি বিজ্ঞান
ভিত্তিক মডিউল তৈরি করছে ব্রিটিশ কাউন্সিল৷ সেই মডিউলের মাধ্যমে ইংরেজি পাঠদানের
সিদ্ধান্ত হয়৷
এতে আরও ভালো করে প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীরা ইংরেজি শিখতে এবং বলতে পারবে
বলে শিক্ষা দপ্তরের অভিমত৷ প্রতিটি স্কুল থেকে এজন্য একজন করে শিক্ষকের নাম স্থির
করা হয়েছে৷ তাঁদের মধ্যে থেকে ২৫ জন শিক্ষক নিয়ে একটি করে ব্যাচ তৈরি করা হয়েছে।
প্রতিটি ব্যাচকে প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল৷ জেলায় চারটি স্কুলে ওই
প্রশিক্ষণ দেওয়া হবে৷ ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ বলেন, ‘আমাদের জেলায় এটা পাইলট প্রজেক্ট হিসেবে নেওয়া হয়েছে। প্রাথমিক স্তরে ইংরেজি
পঠনপাঠনের ক্ষেত্রে নতুনত্ব ও পড়ুয়াদের উৎসাহী করার জন্য ব্রিটিশ কাউন্সিল
প্রশিক্ষণ দেবে৷ শিগগির প্রশিক্ষণ শুরু হবে৷’ শিক্ষামন্ত্রী
বলেন, ‘ছাত্রসংখ্যা যেখানে যেমন আছে, তার ভিত্তিতে শিক্ষকদের
মনোনীত করতে হবে বলেছি৷ আমরাও চেষ্টা করছি সেই সংখ্যায় শিক্ষক দিতে৷’
সৌজন্য
– এই সময়, ০৯/১২/২০১৮।
No comments:
Post a Comment