Thursday, September 12, 2019

লোধা-শবরদের স্বনির্ভর করতে কৃষিখামার তৈরি করছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন।


ঝাড়গ্রাম জেলা প্রশাসন আদিম আদিবাসী লোধা-শবরদের আর্থিকভাবে স্বনির্ভর করতে লালগড় ব্লকের রাঙামেটিয়া এলাকায় ২৫ একর পতিত জমিতে গড়ে তুলছে কৃষিখামার। জেলা প্রশাসন সূত্রে খবর, লালগড়ের রাঙামেটিয়া এলাকায় পাশাপাশি দুটি মৌজায় ২৫ একর জায়গাজুড়ে এই কৃষিখামার গড়ে তোলার জন্য কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে এই কৃষিখামারে অন্তত ৪০টি লোধা-শবর পরিবারকে যুক্ত করা হচ্ছে। এছাড়াও এলাকার বেকারদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
রাঙামেটিয়ার চিহ্নিত ২৫ একর পতিত জমির মধ্যে অনেক লোধা-শবর পরিবারের পাট্টা রয়েছে। তবে পাট্টা থাকলেও অনেকের নামে রেকর্ড নেই। যেসব ব্যক্তির রেকর্ড নেই, তাঁদের নামে রেকর্ড করে দেবে প্রশাসন। এছাড়াও অনেককে পাট্টা দেওয়া হবে। সম্প্রতি ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি রাঙামেটিয়া গ্রামে গিয়ে লোধা-শবর বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। লোধা-শবরদের আর্থিকভাবে সমৃদ্ধ করার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আলোচনা করেন। আর্থ-সামাজিক উন্নয়নের জন্য লোধা-শবরদের আর্থিকভাবে স্বাবলম্বী করা খুবই প্রয়োজন বলে মনে করেছে জেলা প্রশাসন। তাই কৃষিখামার তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এই কৃষিখামারের পরিকাঠামোর জন্য প্রাথমিকভাবে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করা হবে।
জানা গিয়েছে, কৃষিখামারের মধ্যে থাকবে জলতীর্থ। জল ধরো জল ভরো প্রকল্পের পাশাপাশি এখানে মাছ চাষ করা হবে। এছাড়াও গোরু পালন, ছাগল ও হাঁস পালনের ব্যবস্থা এবং পোল্ট্রি ফার্ম গড়ে তোলা হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সব্জি ও ফলচাষ করা হবে। এজন্য লোধা-শবরদের ট্রেনিং দেওয়া হবে। ওই জায়গার মধ্যে ট্রেনিংরুম, গোডাউন, পশুপালনের জন্য শেড নির্মাণ করা হবে। সব্জি, মাছ চাষ ও পশুপালনের পর মার্কেটিংয়ের ব্যবস্থা করবে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ৪০টি পরিবারের মানুষজন এই কৃষিখামারের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। এই পরিবারগুলিকে নিয়ে কো-অপারেটিভ সোসাইটি গঠন করা হবে। এছাড়াও বহু মানুষজনের এখানে কর্মসংস্থান হবে।
ঝাড়গ্রামের জেলাশাসক বলেন, কর্মসংস্থান তৈরির জন্য এই কৃষিখামার গড়ে তোলা হবে। পতিত জমিতে চাষের ফলে তাঁদের আয় হবে। তাঁরা আর্থিকভাবে সমৃদ্ধও হবেন। আমরা এজন্য নিয়মিত নজরদারি চালাব। ওঁদের বিভিন্নভাবে সাহায্যও করা হবে।
লোধা-শবরদের স্বনির্ভর করতে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গ লোধা শবর সমাজ সংগঠনের রাজ্য সভাপতি মৃণাল কোটাল মহাশয়।