Sunday, August 25, 2019

পশ্চিমবাংলায় তফশিলী জাতি/উপজাতিদের জন্য কেন্দ্রীয় আশ্রম ছাত্রাবাস-ছাত্রীনিবাস এর তালিকা।


(List of Central Ashram Hostels for SC/ST in West Bengal)

1.       বাবুরবাগ। তফশিলী জাতি ছাত্রী আসন – ৭০। ঠিকানা – বাবুরবাগ, বর্ধমান।
2.       দুর্গাপুর। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – মৌজা – আলিশা, বর্ধমান।
3.       নুতনচাটি। তফশিলী জাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – নতুনচাটি, বাঁকুড়া।
4.       খাতড়া। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – খাতড়া আদিবাসী কলেজ, মৌজা – মাকলারা, থানা – খাতড়া, বাঁকুড়া।
5.       রানীবাঁধ। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৭০। ঠিকানা – রানীবাঁধ হাইস্কুল, মৌজা – তালগোড়া, বাঁকুড়া।
6.       বড়গরি। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – পণ্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয়, মৌজা – পাতাগাড়ি, বাঁকুড়া।
7.       গড়রাইপুর। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – মৌজা – রাইপুর বাজার, বাঁকুড়া।
8.       গড়রাইপুর। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৪০। ঠিকানা – গড়রাইপুর হাইস্কুল, বাঁকুড়া।
9.       নুতনচাটি। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – নতুনচাটি, বাঁকুড়া।
10.   সিউড়ি। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – কালিগাটিয়া স্মৃতি নারী শিক্ষা নিকেতন, মৌজা – আনন্দপুর, বীরভূম।
11.   নলহাটি। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – মৌজা – নলহাটি, বীরভূম।
12.   দেবীবাড়ি। তফশিলী জাতি/উপজাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – দেবীবাড়ি, কোচবিহার শহর।
13.   মাথাভাঙ্গা। তফশিলী জাতি ছাত্র আসন – ৬৯। ঠিকানা – মাথাভাঙ্গা হাইস্কুল, কোচবিহার।
14.   কালিম্পং। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – কালিম্পং, দার্জিলিং।
15.   কালিম্পং। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – কালিম্পং, দার্জিলিং।
16.   চম্পাসারি। তফশিলী জাতি/উপজাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – শ্রীগুরু বিদ্যামন্দির, চম্পাসারি, দার্জিলিং।
17.   বালুরঘাট। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর।
18.   গঙ্গারামপুর। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।
19.   রায়গঞ্জ। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – মৌজা – কর্ণজোড়া, উত্তর দিনাজপুর।
20.   ফুলেশ্বর। তফশিলী জাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – ফুলেশ্বর পৌরসভা ১১ নম্বর ওয়ার্ড, থানা – উলুবেড়িয়া, হাওড়া।
21.   আরামবাগ। তফশিলী জাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – নেতাজী মহাবিদ্যালয়, আরামবাগ, হুগলী।
22.   গোঘাট। তফশিলী জাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – গোঘাট, হুগলী।
23.   আলিপুরদুয়ার। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।
24.   আলিপুরদুয়ার। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – দেপ্রানপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।
25.   ধুপগুড়ি। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – সুকান্ত মহাবিদ্যালয়, উত্তর বড়গড়ি, ধুপগুরি, জলপাইগুড়ি।
26.   নাগরাকাটা। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – নাগরাকাটা হিন্দু হাইস্কুল, ভাগলপুর, থানা – নাগরাকাটা, জলপাইগুড়ি।
27.   মালবাজার। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – নিউ গ্লাঙ্কো টি ই, থানা – মালবাজার, জলপাইগুড়ি।
28.   ফালাকাটা। তফশিলী জাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – পারানযার পাড়া, থানা – ফালাকাটা, জলপাইগুড়ি।
29.   জলপাইগুড়ি শহর। তফশিলী জাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – মৌজা - খাড়িয়া, জলপাইগুড়ি।
30.   জলপাইগুড়ি শহর। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – মৌজা - খাড়িয়া, থানা – কোতওয়ালি, জলপাইগুড়ি।
31.   বিরপাড়া। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – মৌজা – বিরপাড়া টি জি, থানা – বিরপাড়া, জলপাইগুড়ি।
32.   উদয়ন। তফশিলী জাতি/উপজাতি ছাত্র আসন – ৯২। ঠিকানা – ৬১/১ ই, এন সি স্ট্রিট, কলকাতা-১২।
33.   সিধু-কানু। তফশিলী জাতি/উপজাতি ছাত্র আসন – ৬৪। ঠিকানা – পি-১০৮এ, বিধান নগর, কলকাতা-৪৭।
34.   সেন্ট ডেভিড। তফশিলী জাতি/উপজাতি ছাত্র আসন – ১৫৬। ঠিকানা – ৩৩/১, গোখানা লেন, কলকাতা-৯।
35.   ইংলিশবাজার। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – ইংলিশবাজার, মালদা।
36.   পাকুয়াহাট। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – মৌজা – নীরজাপুর, বামনগোলা, মালদা।
37.   চাঁচল। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – চাঁচল, মালদা।
38.   বেলপাহাড়ি। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৪৫। ঠিকানা – বেলপাহাড়ি আবাসিক সরকারি ছাত্রী বিদ্যালয়, ঝাড়গ্রাম।
39.   রানী শিরোমণি। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ১০০। ঠিকানা – মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর।
40.   মানিকপাড়া। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – মানিকপাড়া, ঝাড়গ্রাম।
41.   গোপীবল্লভপুর। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম।
42.   নাড়াজোড়। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – দাসপুর-১ ব্লক, পশ্চিম মেদিনীপুর।
43.   ঝাড়গ্রাম। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৪৫। ঠিকানা – ঝাড়গ্রাম শহর, ঝাড়গ্রাম।
44.   বহরমপুর। তফশিলী জাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
45.   বহরমপুর। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – মৌজা - গড়বহরমপুর, মুর্শিদাবাদ
46.   কৃষ্ণনগর। তফশিলী জাতি ছাত্রী আসন – ৭০। ঠিকানা – জেলা শাসক বাংলো, কৃষ্ণনগর, নদীয়া।
47.   বগুলা। তফশিলী জাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – বগুলা, হাঁসখালি, নদীয়া।
48.   আরাংঘাটা। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – আরাংঘাটা, নদীয়া।
49.   পুরুলিয়া। তফশিলী উপজাতি ছাত্রী আসন – ৬৯। ঠিকানা – পুরুলিয়া বি এড কলেজ, পুরুলিয়া।
50.   রঘুনাথপুর। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – রঘুনাথপুর কলেজ, পুরুলিয়া।
51.   মানবাজার। তফশিলী জাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – মানবাজার, পুরুলিয়া।
52.   বলরামপুর। তফশিলী উপজাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – বলরামপুর, পুরুলিয়া।
53.   রানী রাসমণি। তফশিলী জাতি/উপজাতি ছাত্রী আসন – ৯৬। ঠিকানা – ২০, জজ কোর্ট রোড, আলিপুর, কলকাতা-২৭।
54.   ডায়মন্ড। তফশিলী জাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – মৌজা – মহাদেবপুর, থানা – ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগণা।
55.   কাকদ্বীপ। তফশিলী জাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – মৌজা – কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা।
56.   সাগর। তফশিলী জাতি ছাত্র আসন – ৬০। ঠিকানা – সাগর, দক্ষিণ ২৪ পরগণা।
57.   টাকি। তফশিলী জাতি ছাত্র আসন – ৮০। ঠিকানা – মৌজা – টাকি, থানা – হাসনাবাদ, উত্তর ২৪ পরগণা।
58.   বারাসাত। তফশিলী জাতি ছাত্রী আসন – ৮০। ঠিকানা – মৌজা – উত্তর হাট, থানা – বারাসাত, উত্তর ২৪ পরগণা।
59.   কালিনগর। তফশিলী জাতি ছাত্রী আসন – ৬০। ঠিকানা – কালিনগর, উত্তর ২৪ পরগণা।
60.   হেলেঞ্চা। তফশিলী জাতি ছাত্র আসন – জানা নেই। ঠিকানা – হেলেঞ্চা, উত্তর ২৪ পরগণা।

এছাড়াও বিস্তারিত জানার জন্য পশ্চিমবাংলা সরকারের অনগ্রসর কল্যাণ দফতরে যোগাযোগ করতে পারেন বা দফতরের ওয়েবসাইট দেখতে পারেন।

Saturday, August 24, 2019

১০ম “সাঁওতালি ও আঞ্চলিক সিনেমা উৎসব” ও তৃতীয় “আদিবাসী মিস ইন্ডিয়া প্রতিযোগিতা”।



সারা ভারত সাঁওতালি সিনেমা সমিতির উদ্যোগে আগামী ৮-১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ ঝাড়খণ্ড রাজ্যের টাটা শহরের গোপাল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ১০ম “সাঁওতালি ও আঞ্চলিক সিনেমা উৎসব”। সেইসঙ্গে ১৩-১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ অনুষ্ঠিত হবে তৃতীয় “আদিবাসী মিস ইন্ডিয়া”। এই অনুষ্ঠানের সহযোগিতায় আছেন টাটা কোম্পানি ও ঝাড়খণ্ড রাজ্য সরকার।
সারা ভারত সাঁওতালি সিনেমা সমিতির সভাপতি রমেশ হাঁসদা জানিয়েছেন ৮ টি সাঁওতালি সিনেমা ও ৪ টি আঞ্চলিক সিনেমা সমেত মোট ১২ টি সিনেমা এই উৎসবে অংশগ্রহণ করবে। ২৫-৩০ আগস্ট, ২০১৯ এর মধ্যে সমস্ত সিনেমার জুরি স্ক্রীনিং সম্পন্ন হবে।
তৃতীয় আদিবাসী মিস ইণ্ডিয়া প্রতিযোগিতার জন্য ১৮ আগস্ট কলকাতা, ২৫ আগস্ট ভুবনেশ্বর ও ১২-১৩ সেপ্টেম্বর, ২০১৯ টাটা শহরের সোনারিতে সেমিফাইনেল এর আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকবেন ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাস মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা মহাশয় ও সাংসদ বিদ্যুৎ বরণ মাহাত।


Wednesday, August 7, 2019

সাঁওতাল বিদ্রোহীদের সাহায্যকারী ঢেকারো সম্প্রদায়ের বর্তমানের করুণ কাহিনি।


ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে সাঁওতালদের সাহায্যকারী ঢেকারো সম্প্রদায়ের বর্তমানের করুণ কাহিনি

বীরভূম জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে এবং অন্যত্র ঢেকারো পদবি যুক্ত মানুষ জন বসবাস করেন। এই গোষ্ঠীর অনেকে নামের শেষে লোহারপদবিও লেখেন। ঢেকারো সমাজের এই সব মানুষজনকে আজও সমাজের একটা অংশ একটু অন্যদৃষ্টিতে দেখেন। পরাধীন ভারতে এই জনগোষ্ঠীকে অপরাধপ্রবণ শ্রেণি হিসেবে মনে করা হতো। ইতিহাসবিদদের একাংশ বলে থাকেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে সাঁওতালদের সাহায্য করেছিলেন ঢেকারো সম্প্রদায়ের মানুষ। সাঁওতাল বিদ্রোহ দমনের পরে ইংরেজ সরকার এদের বিতাড়ন আরম্ভ করে, রুটিরুজি কেড়ে নিতে শুরু করে, অপরাধী বলে ঘোষণা করে। এর পর থেকে অসামাজিক কিছু ঘটলেই এদের জেলে পাঠানো হতো। ব্রিটিশ পুলিশ সেই আমলে ঢেকারোদের উপরে নানা অত্যাচার চালিয়েছে। এই গোষ্ঠীর বহু নিরীহ মানুষকে অনেক সময় বিনা অপরাধে ব্রিটিশ পুলিশ ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে। দীর্ঘদিন জেলে আটকে রেখে নির্মম অত্যাচার করায় অনেক ঢেকারোর মৃত্যু পর্যন্ত ঘটেছে।
দেশ স্বাধীন হওয়ার পরেও পুলিশি অত্যাচার অব্যাহত থাকায় জনমানসে ক্রমে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে। ঢেকারো এবং সমগোত্রীয় কয়েকটি শ্রেণিকে অহেতুক অপরাধ-প্রবণ গোষ্ঠী রূপে যাতে দেখা না হয় এবং তাঁদের উপর হওয়া অত্যাচার ও শোষণ যাতে অবিলম্বে বন্ধ হয়, তার জন্য এ রাজ্য তথা দেশের বহু বিশিষ্ট মানুষ ও সমাজকর্মীরা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকেন। তাঁদের সার্বিক কল্যাণের কথা ভাবতে থাকেন তাঁরা।
অবশেষে গড়ে তোলা হয় পশ্চিমবঙ্গ ঢেকারো সমাজ কল্যাণ সমিতি১৯৯৮ সালের ১৬ এপ্রিল লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর বিশেষ উদ্যোগে তাঁর বালিগঞ্জের বাড়িতে গঠিত হয় উক্ত সমিতি। প্রধান উপদেষ্টা হন মহাশ্বেতা দেবী। পেশায় শিক্ষক ও লেখক সুহাস দাসকে করা হয় উপদেষ্টা। সম্পাদকের দায়িত্ব পান বীরভূমের রাজনগরের সাহাবাদের বাসিন্দা তথা ঢেকারো সমাজের অন্যতম প্রতিনিধি শিবদাস লোহার। সভাপতির পদে আসীন হন রাজনগরেরই কানমোড়ার বাসিন্দা ডোমন ঢেকারো। শিবদাসবাবু জানান, ১৯৯৮ সালের ৩০ অগস্ট আমদাবাদের ছারানগরে ভারতের বিভিন্ন বিমুক্ত যাযাবর জনজাতির প্রথম মহা সম্মেলন আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহাশ্বেতা দেবী। ছিলেন কর্মসূত্রে আমেরিকায় অধ্যাপিকা, লেখিকা, অনুবাদক, সমাজকর্মী ও বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত গায়ত্রী চক্রবর্তী স্পীভাক।
ওই সম্মেলনে থাকতে পারায় আজও নিজেকে ধন্য মনে করেন শিবদাসবাবু। তাঁর কথায়, ‘‘ঢেকারো সমাজের শিশু ও ছাত্রছাত্রীদের অধিকাশই বিভিন্ন দিক থেকে পিছিয়ে ছিল। তাদের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে গড়ে তোলা হয় একাধিক শিক্ষাকেন্দ্র। গায়ত্রী চক্রবর্তীর আর্থিক সহায়তায় এগুলি বেশ কয়েক বছর ধরে ভাল ভাবেই চলছে।’’ অতীতে একাধিক বার এমনকি গায়ত্রী দেবীর সঙ্গে সফর সঙ্গী হয়ে জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষাকেন্দ্র তথা স্কুলগুলি ঘুরে দেখার সুযোগ প্রতিবেদক মহম্মদ সফিউল আলমেরও হয়েছিল। আজও বছরে এক বা একাধিক বার সুদূর আমেরিকা থেকে ছুটে আসেন ওই মহিলা। খোঁজখবর নেন এই সব অবহেলিত শ্রেণির মানুষ ও তাঁদের বাড়ির শিশুদের। তাঁদের সার্বিক উন্নয়ন হোক এবং পড়ুয়ারা পড়াশোনা করে যথার্থ মানুষ হোক, তার জন্য তিনি সর্বদাই সচেষ্ট থাকেন। বিদেশে থেকে যা আয় করেন, তার একটা বড় অংশ গায়ত্রী দেবী ভারতে এসে মূলত বীরভূমের ঢেকারো, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের খেড়িয়া শবর, লোধা শবরদের জন্য ব্যয় করে থাকেন নিঃস্বার্থ ভাবে। অতীতে মহাশ্বেতা দেবীর আদর্শে ও কাজকর্মে অনুপ্রাণিত হয়ে গায়ত্রী দেবীর এই সমাজসেবায় নিজেকে সমর্পিত করা। ঢেকারো সমাজ কল্যাণ সমিতির সদস্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং দীর্ঘ কয়েক বছর এই সব সামাজিক কাজকর্মগুলি প্রত্যক্ষ করে অনেকখানি টের পাওয়া গিয়েছে।
ব্রিটিশ আমলে লৌহ আকরিক থেকে লৌহ নিষ্কাশন করে ও তার মাধ্যমে অস্ত্র তৈরি করে স্বাধীনতা সংগ্রামীদের সরবরাহ করতেন ঢেকারোরা। ফলস্বরূপ ব্রিটিশ সরকারের রোষ নজরে পড়েন তাঁরা। তাঁদের অস্ত্র তৈরির কামারশাল বা ছোট কারখানাগুলি ধ্বংস করে দেয় ব্রিটিশ পুলিশ। শুরু করে ধরপাকড়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও কেন এই জনজাতির মানুষজনকে পুলিশ-প্রশাসন অযথা হেনস্থা করবে, সেটাই প্রশ্ন অনেকের। অনেকে মনে করেন, এর শুরুটা সেই ব্রিটিশ আমলের তৈরি করা দুর্বৃত্ত আইন বা ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট। চুরি না করলেও ঢেকারোদের চোর, অপরাধ না করলেও তাঁদের অপরাধী তকমা দেওয়া হতো। পরে আইন ও আইনের বিভিন্ন ধারার রদবদল, সংযোজন, বিয়োজন ঘটলেও পুলিশ-প্রশাসনের একাংশের মানসিকতা আজও তেমন বদলায়নি বলে অভিযোগ। ফলে স্বাধীনতার এত বছর পরও এই শ্রেণির মানুষেরা অনেকখানি উপেক্ষিত অবহেলিত।
তবে মহাশ্বেতা দেবী ও তাঁদের মতো মানুষেরা এই শ্রেণির মানুষদের উপরে দশকের পর দশক চলতে থাকা অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় এবং প্রশাসনিক স্তরে বারবার দরবার করায় কিছুটা হলেও মানসিকতায় বদল এসেছে। ঢেকারো  সমাজ কল্যাণ সমিতি সূত্রে জানা যাচ্ছে, রাজনগর গাংমুড়িতে সমিতির একটি অফিস করা হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় মানুষেরা। আগে রানীগ্রামে অফিসটি ছিল। বর্তমানে গায়ত্রী দেবীর আর্থিক সহায়তায় চলা স্কুল বা শিক্ষাকেন্দ্রগুলি রাজনগর ব্লকের সাহাবাদ, টাবাডুমড়া, বেলেড়া, কানমোড়া, হরিপুর, সিউড়ির নাঙ্গুলিয়া, মহম্মদবাজারের বৈদ্যনাথপুর, রাসপুরের মতো এলাকাগুলিতে রয়েছে। বর্তমানে কয়েকটি কেন্দ্র সাময়িক বন্ধ, বাকিগুলি চলছে। দুজন পরিদর্শক রয়েছেন ধনঞ্জয় লোহার ও উজ্জ্বল লোহার। চার জন শিক্ষক ও চার জন শিক্ষিকা রয়েছেন বাচ্চাদের পড়ানোর দায়িত্বে। বই, খাতা, স্লেট, পেনসিল-সহ অন্য শিক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয় পড়ুয়াদের। মিড-ডে-মিলের ব্যবস্থাও আছে। এই সব পড়ুয়া আবার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় বা শিশুশিক্ষা কেন্দ্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও যায় বলে বাসিন্দা ও অভিভাবকেরা জানিয়েছেন।
রাজনগর কানমোড়া গ্রামের মেয়ে দুখসারি লোহার ২০০৩ সালে মহাশ্বেতা দেবীর চেষ্টায় ও সাহায্যে ঢেকারো সমাজ থেকে প্রথম মাধ্যমিক পাশ করেন। বর্তমানে তিনি তাঁর শ্বশুরবাড়ি, ঝাড়খণ্ডের নলা থানার ঘুসরোকাটায় থাকেন। ঢেকারো গোষ্ঠীর কয়েক জন বলছিলেন, ‘‘আমরা তফসিলি জাতি বা জনজাতি, কোনওটাই নই। ফলে, নানা সুযোগ সুবিধা থেকে আমরা সারা জীবন বঞ্চিত।’’ তবে কেউ কেউ জানান, ‘সাবকাস্টযাঁরা লোহার লেখেন তাঁরা এসসি সার্টিফিকেট পেলেও ঢেকারো পদবিযুক্তেরা তা পাচ্ছেন না। দীর্ঘদিন এই দাবি তাঁরা জানিয়ে আসছেন বিভিন্ন মহলে।
এই বঞ্চিত, অবহেলিত শ্রেণির মানুষদের সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিছু সমাজকর্মী। আগামী দিনে আরও অনেক শুভানুধ্যায়ী এই ভাবে তাঁদের পাশে দাঁড়ালে এই জনগোষ্ঠীর বর্তমান করুণ চিত্রটা অবশ্যই বদলাবে।
লিখছেন মহম্মদ সফিউল আলম। আনন্দবাজার পত্রিকায়, ৪ অগস্ট, ২০১৯।