Saturday, January 28, 2017

John Barla express grievance on Tribal development in Dooars ডুয়ার্সের আদিবাসী উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ জন বারলার

মালবাজার, ২৮/০১/২০১৭ : পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে রাই, গুরুং, লামা, লেপচাসহ নানা বোর্ড দিলেও ডুয়ার্সের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে অভিযোগ তুললেন আদিবাসী নেতা জন বারলা। তাঁর অভিযোগ যে সমতল ডুয়ার্সেও মাহালি, সাঁওতাল, ওঁরাও সহ বিভিন্ন জনজাতি আছে। তাদের জন্য আদিবাসী উন্নয়ন পর্ষদ নিয়ে মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। তিনি আরও বলেন যে শুধু কি পাহাড়েই মানুষ থাকেন? ডুয়ার্সে কি জানোয়ারদের বসবাস? শনিবার বিকেলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আদিবাসী নেতা জন বারলা। প্রসঙ্গত, ন্যূনতম মজুরিসহ শ্রমিকদের নানা সমস্যা নিয়ে এদিন ধূপগুড়িতে নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক ডাকেন বারলা। এদিন সকালে মেটেলির ডাকবাংলোতে বৈঠক ডাকা হলেও প্রশাসনিক অনুমতি না মেলায় তা বাতিল হয়ে যায়। যদিও এসডিপিও নিমা নরবু ভুটিয়া দাবি করেছেন, কোনও সভার অনুমতি বাতিল করা হয়নি। ওরা নিজেরাই বৈঠক করেনি। এরপর বারলা নিজের বাড়িতে এনিয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, আমাদের কথা বলতে দেওয়া হয় না। মিটিং আয়োজন করলে তা বানচাল করে দেওয়া হয়। ডুয়ার্সের আদিবাসীরা বঞ্চিত। আমরা শ্রমিকদের নিয়ে সভা করতে চেয়েছিলাম। সেটা করতে দেওয়া হল না। মুখ্যমন্ত্রী শুধু পাহাড়েই আসেন। সেখানে বোর্ড গঠন করেন। এখানকার আদিবাসীদের নিয়ে কেউ ভাবে না। আমরা শীঘ্রই এনিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি।